[email protected] রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
৬ আশ্বিন ১৪৩২

দেশে ভূমিকম্প, আতঙ্কিত সিলেটবাসী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২:০৩ পিএম

সংগৃহীত ছবি

সিলেট নগরী ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

হঠাৎ ভবন দুলে ওঠায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত ঘরবাড়ি ও অফিস থেকে বের হয়ে আসেন

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা, যা রাজধানী ঢাকা থেকে প্রায় ১৮৫ কিলোমিটার উত্তর–পূর্বে।

এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর জানান, এটি স্বল্পমাত্রার ভূমিকম্প হলেও হঠাৎ কম্পনে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

বিশেষজ্ঞদের মতে, ৪ মাত্রার ভূমিকম্প সাধারণত ক্ষয়ক্ষতির ঝুঁকি সৃষ্টি করে না। তবে দুর্বল বা ঝুঁকিপূর্ণ ভবনে সামান্য ফাটল বা ক্ষতি হতে পারে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর