বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন ও অনিয়ন্ত্রিত নগরায়ণের ফলে ক্রমেই বাড়ছে বায়ুদূষণ।
দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও এর ব্যতিক্রম নয়। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে একিউআই সূচকে ১৫৫ স্কোর নিয়ে ঢাকার অবস্থান চতুর্থ, যা অস্বাস্থ্যকর মাত্রার মধ্যে পড়ছে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, একই সময়ে ২৬৭ স্কোর নিয়ে তালিকার শীর্ষে কুয়েত সিটি। দ্বিতীয় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গোর রাজধানী কিনশাসা (১৭৪) এবং তৃতীয় স্থানে উগান্ডার রাজধানী কামপালা (১৬১)। পঞ্চম স্থানে থাকা ভারতের কলকাতার স্কোর ছিল ১৪৫।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বিশ্বব্যাপী বাতাসের মান পর্যবেক্ষণ করে প্রতিনিয়ত এ তালিকা প্রকাশ করে থাকে। তাদের একিউআই (Air Quality Index) সূচক অনুযায়ী—
বায়ুদূষণ সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর হলেও শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বাদের জন্য এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় পাঁচটি সূচকের ভিত্তিতে—বস্তুকণা (PM10 ও PM2.5), নাইট্রোজেন ডাই–অক্সাইড (NO₂), কার্বন মনো–অক্সাইড (CO), সালফার ডাই–অক্সাইড (SO₂) এবং ওজোন (O₃)।
২০১৯ সালে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের যৌথ প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণসাইটের ধুলা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, বায়ুদূষণজনিত রোগে প্রতিবছর বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এর মধ্যে রয়েছে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসার ও শ্বাসতন্ত্রের জটিলতা।
এসআর
মন্তব্য করুন: