[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টিবলয় ‘স্পিড’ : কবে কোথায় প্রভাব ফেলবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫ ৭:২৫ পিএম

সংগৃহীত ছবি

দেশের দিকে ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টিবলয় ‘স্পিড’।

 বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, এই বৃষ্টিবলয় ২১ আগস্ট থেকে শুরু হয়ে ২৫ আগস্ট পর্যন্ত ধাপে ধাপে দেশের বিভিন্ন অঞ্চলে প্রভাব ফেলতে পারে।

  • সর্বোচ্চ প্রভাবিত এলাকা : খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ।
  • মাঝারি প্রভাবিত এলাকা : রাজশাহী, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগ।
  • কম প্রভাবিত এলাকা : রংপুর বিভাগ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া জানান, আগামী ৭২ ঘণ্টায় দেশের ছয় বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

সম্ভাব্য পরিস্থিতি বিভাগভেদে

  • রংপুর বিভাগ : তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়তে পারে। বিশেষ করে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে নীলফামারী ও লালমনিরহাট জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
  • চট্টগ্রাম বিভাগ : ফেনী, মুহুরি, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।
  • সিলেট ও ময়মনসিংহ বিভাগ : সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, লুবাছরা, জাদুকাটা, ঝালুখালী, মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীসংলগ্ন এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নদ-নদীর পানি বৃদ্ধি পেলেও তা বিপদসীমার নিচে থাকবে। ফলে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই, তবে নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর