বাংলাদেশের নদী ও সাগর প্লাস্টিক দূষণের মারাত্মক হুমকির মুখে রয়েছে। গবেষণা অনুযায়ী, প্রতিদিন প্রায় ১১ হাজার টন প্লাস্টিক বর্জ্য দেশের নদীগুলো হয়ে সাগরে মিশছে, যা পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বিপজ্জনক।
এক পরিসংখ্যান বলছে, প্রতিদিন দেশের নদীগুলো থেকে প্রায় ৯,৭৬৭ টন সিঙ্গেল-ইউজ প্লাস্টিক বঙ্গোপসাগরে প্রবাহিত হয়। পাশাপাশি, ভারত ও মিয়ানমার থেকে আসা প্লাস্টিক বর্জ্য যুক্ত হয়ে এই পরিমাণ আরও বাড়ছে।
দেশের প্রধান নদীগুলো—পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র ও কুশিয়ারার মাধ্যমে বিপুল পরিমাণ প্লাস্টিক সাগরে প্রবাহিত হচ্ছে। এতে সামুদ্রিক প্রাণীরা প্লাস্টিক গ্রহণ করছে, যা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
বিশেষজ্ঞরা বলছেন, মাছের মাধ্যমে এই প্লাস্টিক মানবদেহে প্রবেশ করে, যা ক্যান্সার, হরমোনজনিত সমস্যা ও হজমজনিত জটিলতা সৃষ্টি করতে পারে। একই সঙ্গে প্লাস্টিক বর্জ্য নদী ও সমুদ্রের পানি প্রবাহে বাধা সৃষ্টি করে এবং জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করছে।
পরিবেশবিদদের মতে, সচেতনতা বৃদ্ধি, বিকল্প পরিবেশবান্ধব পণ্য ব্যবহার, কঠোর আইন প্রয়োগ ও পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।
যদি এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আগামী কয়েক দশকের মধ্যে দেশের নদী ও সাগর ভয়াবহ পরিবেশগত সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: