ঢাকার বাতাসের মান ক্রমশ অবনতি হচ্ছে।
একই সময়ে ২৪৭ স্কোর নিয়ে ভিয়েতনামের হ্যানয় বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বসনিয়া হার্জেগোভিনার সারাজেভো (AQI ১৯৫)। এছাড়া, ভারতের দিল্লি (১৮৬) তৃতীয়, পাকিস্তানের লাহোর (১৭৬) চতুর্থ এবং থাইল্যান্ডের ব্যাংকক (১৭১) পঞ্চম অবস্থানে রয়েছে।
অন্যদিকে, বিশ্বের শীর্ষ বায়ুমানসম্পন্ন শহরগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি, যুক্তরাষ্ট্রের হিউস্টন ও অস্ট্রেলিয়ার ক্যানবেরা, যাদের AQI স্কোর যথাক্রমে ১৩, ১৩ ও ১৪।
বায়ুমান সূচক (AQI) বিভিন্ন মাত্রায় বিভক্ত:
বাংলাদেশে বায়ুমান সূচক (AQI) মূলত পাঁচ ধরনের দূষকের ওপর নির্ভরশীল— বস্তুকণা (PM10 ও PM2.5), নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂), কার্বন মনোক্সাইড (CO), সালফার ডাই-অক্সাইড (SO₂) ও ওজোন (O₃)।
পরামর্শ: বর্তমান পরিস্থিতিতে বিশেষত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া, সকলেরই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা উচিত।
এসআর
মন্তব্য করুন: