থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজি এবং ফানুস উড়ানো বন্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি জানান, এই রাতে পরিবেশ সুরক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, "সন্ধ্যার পর থেকে মোবাইল কোর্ট মাঠে থাকবে।
সবাইকে অনুরোধ করছি, আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকুন। গণমাধ্যমের সহযোগিতায় আমরা বিষয়টি জনসাধারণের কাছে পৌঁছাতে চাই।"
এছাড়া, পরিবেশ রক্ষায় গাছ সুরক্ষা আইনের একটি খসড়া তৈরি করা হয়েছে বলে জানান তিনি। এই আইনে পেরেক ঠুকে বিজ্ঞাপন স্থাপন বন্ধের বিধান অন্তর্ভুক্ত করা হবে।
তিনি আরও বলেন, "আইন কার্যকর হলে এ বিষয়ে শাস্তির বিধানও যুক্ত হবে, যা পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
পরিবেশ সুরক্ষায় সকলের সহযোগিতা কামনা করেছেন পরিবেশ উপদেষ্টা।
এসআর
মন্তব্য করুন: