news.protidinerbangla22@gmail.com বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
৪ আশ্বিন ১৪৩১

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, ৫ একর বন ক্ষতিগ্রস্তের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মে ২০২৪ ৫:৩৪ এএম

সুন্দরবনের আমরবুনিয়ার লতিফের ছিলা এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রনে এসেছে। তবে আগুন পুরোপুরি নেভাতে এখনো কাজ চলছে। আগুনে প্রায় ৫ একর জায়গা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছে বনবিভাগ।

সোমবার (৬ মে) সকাল ৭টা থেকে দ্বিতীয় দিনের মতো আগুন নেভানোর কাজ করছেন বনবিভাগ, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন নেভানোর কাজে সহায়তা করছেন স্থানীয় বাসিন্দারাও।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জ সহকারী বনসংরক্ষক রানা দেব জানান, গত রাত ১টা পর্যন্ত বনবিভাগ এককভাবে আগুন নেভাতে পাম্প মেশিন দিয়ে পানি স্প্রে করেছে। যেখানে ধোঁয়া দেখা যাচ্ছে সেখানেই পানি দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আগুন পুরোপুরি নেভাতে সোমবার সকাল থেকেও নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। আগামী আরও দুইদিন পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে পানি ছিটানো হবে। তবে আপাতত আর ভয়ের কোনো কারণ নেই। কারণ আগুন যাতে আর ছড়াতে না পারে সেজন্য রোববার ফায়ার লাইন কেটে সেখানে পানি দিয়ে রাখা হয়েছে।

এদিকে, রবিবার (৫ মে) রাত সাড়ে ১০টায় সুন্দরবন পশ্চিম বন বিভাগের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী বলেন, এই অঞ্চলটি শুকনো। বর্ষা মৌসুমে ছাড়া এখানে পানি পাওয়া যায় না। এই সময় প্রতিবছর পাতা পড়ে জৈব পদার্থে পরিণত হয়। এখানে আগুন লাগা সহজ হয়। যে কারণে প্রায় প্রতি বছর এই অঞ্চলের বনে আগুন লাগে। এখন পর্যন্ত চারিদিকে প্রায় ৫ একর জায়গা আগুনে ক্ষতি হয়ে থাকতে পারে। ওই ৫ একর জায়গা পানি নিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে। চারপাশে নালা কেটে পানি উঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়া সোমবার সকাল থেকে ড্রোন দিয়ে জায়গাটি পরীক্ষা করা হবে কোথাও কোন আগুন রয়েছে কি না।

প্রসঙ্গত, গত শনিবার (৪ মে) বিকাল পৌনে ৩টায় সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের খবর পায় বন বিভাগ। আগুনের কারণ উদঘাটনে কাজ করছে বনবিভাগের তদন্ত কমিটি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর