[email protected] শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
৫ পৌষ ১৪৩২

তুরস্কের এই সুন্দরীকে দেখে হতাশ ভক্তরা, কীভাবে হলো এ হাল?

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫ ১১:২২ এএম

তুরস্কের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হ্যান্ডে এরচেল, যাকে তার


ভক্তরা ‘হায়াত’ চরিত্রের জন্য চেনে, সাম্প্রতিক সময়ে নতুন চেহারার কারণে আলোচনা বর্ধিত হয়েছে। ইউটিউব, ফেসবুক এবং রিলসের ভিডিওতে তার মায়াবী হাসি ও অভিনয় দক্ষতা ভক্তদের মন জয় করেছিল।

কিন্তু সাম্প্রতিক ছবি ও পোস্টে দেখা গেছে, অতিরিক্ত ওজন হ্রাস এবং চেহারার পরিবর্তনের কারণে অনেক ভক্ত তাকে চেনাই দিচ্ছেন না। কিছু নেটিজেন মন্তব্য করেছেন, তার নতুন চেহারা ‘কৃত্রিম’ বা ‘সার্জারির মতো’ মনে হচ্ছে, আবার অনেকে বলছেন আগের স্বাভাবিক লুকই বেশি প্রিয় ছিল।

বিশ্লেষকরা ধারণা করছেন, হ্যান্ডে সম্ভবত ক্যারিয়ার বা ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে তাল মিলানোর জন্য নিজেকে পরিবর্তন করেছেন। তবুও তার ভক্তদের মনে ‘হায়াত’ চরিত্রের প্রিয় ইমেজ এখনও অমোঘ। সামাজিক মাধ্যমে এই পরিবর্তন নিয়ে আলোচনা এখন তুঙ্গে।

হ্যান্ডে এরচেল শুধু তুরস্কেই নয়, আন্তর্জাতিকভাবে তারকা। ‘সেন কাল কাপিমি’ (You Knock on My Door) ধারাবাহিকে তার অভিনয় তাকে বিশ্বের নানা প্রান্তে পরিচিত করেছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর