[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

অবকাশ যাপনে কোথায় গেছেন মেহজাবীন?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫ ৪:২৩ পিএম

দীর্ঘ ১৩ বছরের সম্পর্কের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্মাতা

আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের পর সময়টা দারুণভাবে উপভোগ করছেন এই তারকা দম্পতি।

সম্প্রতি একান্ত ছুটি কাটাতে তাঁরা পাড়ি জমিয়েছেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মালদ্বীপে। সেখানে কাটানো কিছু বিশেষ মুহূর্তের ছবি মেহজাবীন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন, যা ইতোমধ্যে ভক্তদের নজর কেড়েছে।

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, সমুদ্রের পাড়ে আনন্দঘন পরিবেশে সময় কাটাচ্ছেন মেহজাবীন ও আদনান। তাঁদের হাসিমাখা মুখ ও স্বচ্ছন্দ উপস্থিতি ছবিগুলোকে আরও প্রাণবন্ত করে তুলেছে। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘নিঃশব্দে সাগরের কাছে।’

এই ছবি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের ভালোবাসা ও শুভেচ্ছায় ভরে ওঠে মন্তব্যের ঘর। অনেকেই এই জুটির রসায়ন ও সুখী মুহূর্তের প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘এই দৃশ্য সত্যিই মন ছুঁয়ে যায়।’ আরেকজন লিখেছেন, ‘দুজনকে অসাধারণ লাগছে—শুভেচ্ছা রইল।’

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর