মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে প্রচুর পরিশ্রম ও
চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলাকে। থাইল্যান্ডে প্রায় চার সপ্তাহের ব্যস্ত সূচি শেষে ২৫ নভেম্বর তিনি দেশে ফেরেন। ফিরে তিনি দেশবাসী ও শোবিজ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন। সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে অংশ নিয়ে মিশনের পুরো অভিজ্ঞতা শেয়ার করেন তিনি।
মুকুট জিততে না পারলেও শীর্ষ ত্রিশে জায়গা করে নিতে পেরে নিজেকে সফল মনে করছেন মিথিলা। কথোপকথনে উঠে আসে প্রতিযোগিতার সময়কার কিছু কঠিন মুহূর্ত—বিশেষ করে দীর্ঘ সময় ধরে উচ্চ হিল পরে থাকার অভিজ্ঞতা।
মিথিলা জানান,
“এই মুহূর্তে আমার সবচেয়ে বড় ভয়—৬–৭ ইঞ্চি হিল। কারণ আমি তুলনামূলক খাটো ছিলাম, তাই আমাকে পুরো প্রতিযোগিতা জুড়েই ৭ ইঞ্চি হিল পরে থাকতে হয়েছে। এতে পায়ে দাগ পড়ে গেছে।”
তিনি আরও বলেন,
“এখন হিলের কথা শুনলেই মনে হয় দুঃস্বপ্ন দেখছি।”
এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে মিথিলা অভিনীত ওয়েবফিল্ম ‘থার্সডে নাইট’। এটি বাংলাদেশের একটি বাস্তব অপরাধঘটনার ভিত্তিতে নির্মিত। বন্ধুত্ব, পার্টি, স্মৃতিভ্রম ও তদন্ত—এই চারটি উপাদানকে কেন্দ্র করে সাজানো হয়েছে গল্পটি। এতে মিথিলার সঙ্গে অভিনয় করেছেন সামিরা খান মাহি, সৌম্য জ্যোতি, ফররুখ রেহান ও তাওহীদুল তামিল।
এসআর
মন্তব্য করুন: