বলিউড অভিনেতা রণবীর সিংয়ের প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ছবি
‘ধুরন্ধর’ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ছবিটির ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা দেখা যাচ্ছে, যা ইতিমধ্যেই অগ্রিম টিকিট বিক্রির পরিসংখ্যানে প্রতিফলিত হয়েছে।
ছবিটি ২ডি ও আইম্যাক্স ফরম্যাটে মুক্তি পাচ্ছে। মুক্তির আগেই প্রায় ৫০ হাজার টিকিট অগ্রিম বিক্রি হয়েছে। বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, শুধুমাত্র অগ্রিম বুকিং থেকেই ছবিটি প্রায় ৩ কোটি ৭১ লাখ টাকা আয় করেছে। এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে বক্স অফিসে ছবির সূচনা শক্তিশালী হতে চলেছে।
অতীতের অ্যাকশন-থ্রিলার ছবির মতো ‘ধুরন্ধর’ও দর্শক টানতে সক্ষম হতে পারে। তবে প্রথম দিনের আয় নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে।
বাণিজ্য বিশ্লেষক রোহিত জয়সওয়াল প্রথম দিনে ছবির আয়ের পরিসর হিসেবে ৩৭–৪০ কোটি টাকা অনুমান করেছেন।
অন্যদিকে নবনীত মুন্দ্রা কিছুটা সংযতভাবে বলছেন, প্রথম দিনের আয় হতে পারে ১৬–১৮ কোটি টাকা।
ইন্ডিয়া বক্স অফিসের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, প্রথম দিনের আয় ১৫–২০ কোটি টাকার মধ্যে হতে পারে।
তবে অধিকাংশ বিশ্লেষক মনে করছেন, প্রথম দিনের বক্স অফিস আয় অন্তত ২০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে রয়েছেন একঝাঁক জনপ্রিয় তারকা—যেমন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, মাধবন ও অক্ষয় খান্না। এই তারকাদের উপস্থিতি ছবির আকর্ষণ আরও বৃদ্ধি করেছে।
এসআর
মন্তব্য করুন: