কাজল ও টুইঙ্কলের জনপ্রিয় টেলিভিশন শো যেমন দর্শকের মন
জয় করেছে, তেমনি মাঝে মাঝে তাদের মন্তব্য ঘিরে সৃষ্টি হয়েছে নানা বিতর্ক। সম্প্রতি অক্টোবর মাসে প্রচারিত এক পর্বকে কেন্দ্র করে আরও এক দফা সমালোচনা শুরু হয়।
সে পর্বে টুইঙ্কল মজার ছলে বলেন—স্বামীদের পরকীয়া নিয়ে তিনি তেমন গুরুতর কিছু ভাবেন না, এমন ভুল এড়িয়ে যাওয়াই যায়। মন্তব্যটি সম্প্রচারিত হওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় এবং অনেকেই তার বক্তব্যের তীব্র সমালোচনা করেন।
সমালোচনার মুখে এবার নিজের অবস্থান ব্যাখ্যা করে টুইঙ্কল বলেন, বিষয়টি অতিরঞ্জিত করে দেখা হচ্ছে। তার ভাষায়, ‘এটা তো মজা করার ছলে বলা কথা। কোনো সম্পর্ক বা বিবাহব্যবস্থা নিয়ে গভীর আলোচনা করার মতো বিষয়ই ছিল না। একবিবাহ নিয়ে যদি সিরিয়াস মন্তব্য করার প্রয়োজন হতো, অবশ্যই ভেবেচিন্তে বলতাম। এটা একেবারেই রসিকতা ছিল।’
তবে বিতর্ক এখানেই থেমে নেই। আরেকটি পর্বে জাহ্নবী কাপুর ও করণ জোহরের উপস্থিতিতে সঞ্চালিকারা প্রশ্ন করেন—মানসিক প্রতারণা, নাকি শারীরিক প্রতারণা—কোনটি গুরুতর? এই মন্তব্যও দর্শকের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এসআর
মন্তব্য করুন: