বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের “আট ঘণ্টার বেশি
কাজ করবেন না” — এই মন্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া থেকে চলচ্চিত্র অঙ্গন পর্যন্ত তুমুল আলোচনা চলছে। কেউ তার বক্তব্যকে দায়িত্বহীনতা বলে সমালোচনা করছেন, আবার অনেকে এটিকে কর্মঘণ্টা নির্ধারণের অধিকার হিসেবে সমর্থন দিচ্ছেন।
এই বিতর্কের মাঝেই মুখ খুললেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও ‘ড্যান্সিং কুইন’ মাধুরী দীক্ষিত। ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, শুটিংয়ের সময় দীর্ঘ সময় কাজ করাকে তিনি কাজের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার অংশ হিসেবেই দেখেন।
আসন্ন সিনেমা ‘মিসেস দেশপান্ডে’–র শুটিং প্রসঙ্গে মাধুরী বলেন, প্রায় প্রতিদিনই তাকে ১২ ঘণ্টার বেশি সময় সেটে থাকতে হয়েছে। তার ভাষায়—
“আমি কাজ ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। আমি ভীষণভাবে কাজপাগল।”
তবে তিনি একই সঙ্গে এটাও স্পষ্ট করেছেন যে প্রত্যেকেরই নিজের জীবনযাপন ও পছন্দের অধিকার রয়েছে। কারও যদি নির্দিষ্ট সময়ের বেশি কাজ না করার সুযোগ থাকে, তবে সেই পছন্দকে সম্মান করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এসআর
মন্তব্য করুন: