দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন
—ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে এমন খবর ঘুরছে জোরেশোরে। তাদের দাবি, সোমবার সকালে কোয়েম্বাটুরের লিঙ্গ ভৈরবী মন্দিরে হিন্দু রীতিতে সামান্থা ও পরিচালনা-জুটি রাজ–ডিকে’র সদস্য রাজ নিদিমরু বিবাহবন্ধনে আবদ্ধ হন।
তবে এখন পর্যন্ত দম্পতির কোনো আনুষ্ঠানিক বক্তব্য কিংবা বিয়ের ছবি প্রকাশ না পাওয়ায় বিষয়টি গোপন বিয়ে বলে উল্লেখ করছে অনেক গণমাধ্যম।
অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে ২০২১ সালের বিচ্ছেদের পরে দীর্ঘসময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সামান্থা। ভক্তরাও চাইছিলেন তিনি যেন ধীরে ধীরে জীবনকে নতুনভাবে সাজান। ঠিক সেই সময় থেকেই পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। শোনা যায়, দু’জন নাকি একই ছাদের নিচেও থাকতে শুরু করেছিলেন।
অবশেষে বহুদিনের প্রেমের সেই সম্পর্কই নাকি পরিণতি পেল বিয়েতে। জানা গেছে, কোনো জাঁকজমক নয়—পরিবারের দুই পক্ষের মাত্র ত্রিশজন ঘনিষ্ঠ মানুষকে নিয়ে খুব সরল আয়োজনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
খবরে আরও বলা হয়েছে, বিয়েতে সামান্থা লাল শাড়িতে সেজেছিলেন, আর রাজ পরেছিলেন দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী পোশাক। যে মন্দিরে অনুষ্ঠান হয়েছে সেটি ঈশা ফাউন্ডেশন এলাকার ভেতরে। বিচ্ছেদের পর থেকেই সামান্থা এ প্রতিষ্ঠানে নিয়মিত যাতায়াত করতেন; সেখানেই নাকি তিনি জীবনের নতুন অধ্যায় শুরু করতে চেয়েছেন।
অন্যদিকে, গত বছর ডিসেম্বরে নাগা চৈতন্য অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করার পর থেকেই সামান্থা–রাজ সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়। বিভিন্ন সময় রাজের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন সামান্থা—কখনো তিরুপতি মন্দিরে, কখনো বিমানে রাজের কাঁধে মাথা রেখে।
তবে সব জল্পনার মাঝেও সামান্থা বা রাজ—দু’জনের কেউই এখনো বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
এসআর
মন্তব্য করুন: