বিখ্যাত ব্রিটিশ নাট্যকার ও অস্কারজয়ী চিত্রনাট্যকার স্যার টম
স্টপার্ড ৮৮ বছর বয়সে ইংল্যান্ডের ডরসেটে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন। খবর জানিয়েছে বিবিসি।
তার প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ‘ইউনাইটেড এজেন্টস’ নিশ্চিত করেছে যে পরিবারকে পাশে নিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে মৃত্যুর কারণ তারা প্রকাশ করেনি।
নাজি নিপীড়নের সময়ে চেকোস্লোভাকিয়া থেকে পালিয়ে শিশুকালে ইংল্যান্ডে বেড়ে ওঠেন স্টপার্ড। আধুনিক নাটকে জটিল ভাষা, তীক্ষ্ণ বুদ্ধির সংলাপ এবং অভিনব শৈলীর জন্য তিনি নাট্যজগতে বিশেষভাবে সমাদৃত ছিলেন।
স্টপার্ডের উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘রোজেনক্রান্জ অ্যান্ড গিল্ডেনস্টার্ন আর ডেড’, ‘ট্রাভেসটিস’, ‘দ্য রিয়েল থিং’, ‘আর্কেডিয়া’, এবং তিন খণ্ডে প্রকাশিত বড় প্রকল্প ‘দ্য কোস্ট অব ইউটোপিয়া’।
চলচ্চিত্রের জগতে তিনি সমানভাবে সফল ছিলেন। তার লেখা বিখ্যাত চিত্রনাট্যের মধ্যে আছে অস্কারজয়ী ‘শেক্সপিয়ার ইন লাভ’, এছাড়া ‘ব্রাজিল’, ‘এম্পায়ার অব দ্য সান’, এবং ‘আন্না কারেনিনা’।
এসআর
মন্তব্য করুন: