[email protected] বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
২০ অগ্রহায়ণ ১৪৩২

এআই নায়িকা টিলি নরউডকে নিয়ে হলিউডে আতঙ্ক কেন?

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫ ১:০৫ পিএম

হলিউডে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে আলোচনার ঝড় অনেকদিন

ধরেই চলছে। বিশেষত যখন শিল্পী ও টেকনিক্যাল কর্মীদের চাকরি হারানোর উদ্বেগ বাড়ছে, ঠিক সেই সময়ই সামনে এসেছে নতুন এক এআই-নির্মিত অভিনেত্রী—টিলি নরউড। আর তাকে ঘিরেই ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে বাড়তি আতঙ্ক।

টিলি নরউড নামের এই ডিজিটাল অভিনেত্রীকে তৈরি করেছে ‘পার্টিকেল সিক্স’ নামের একটি এআই প্রোডাকশন স্টুডিও। এর প্রতিষ্ঠাতা কমেডিয়ান ও অভিনেত্রী ইলাইন ভ্যান ডার ভেল্ডেন সম্প্রতি স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে টিলিকে সামনে আনার কারণ ব্যাখ্যা করেন। তিনি দাবি করেন, টিলিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সে প্রচলিত সিনেমার অভিনেতাদের প্রতিস্থাপন না করে, বরং ভবিষ্যতে আরও কাজের সুযোগ তৈরি করতে সাহায্য করে।

ইল্যানের ভাষায়, “টিলি বাস্তব অভিনেতাদের সঙ্গে প্রতিযোগিতা করতে নয়, বরং নতুন এক ধারা—এআই বিনোদনের মধ্যে কাজ করার জন্য তৈরি।” তার মতে, এআই-ভিত্তিক কনটেন্ট এখন একটি স্বতন্ত্র শিল্পরূপে গড়ে উঠছে, এবং নরউড সেই ধারারই অংশ।

তিনি আরও বলেন, “আমি চাই না টিলি মানুষের চাকরি কেড়ে নিক। তার জন্য আমরা আলাদা, সৃজনশীল একটি পথ তৈরি করেছি।”

ইতিমধ্যেই হলিউডে এআই–সম্পর্কিত উদ্বেগ অনেক আগেই শুরু হয়েছে। বিশেষ করে স্ক্রিপ্ট পড়ার কাজ করা কর্মীরা আশঙ্কায় আছেন—এআই প্রযুক্তি তাদের কর্মক্ষেত্র সংকুচিত করে ফেলতে পারে। এমন পরিস্থিতিতে টিলি নরউডের আবির্ভাব অনেককেই ভাবিয়ে তুলেছে যে ভবিষ্যতে এআই-অভিনেতাদের উত্থান মানবশ্রমের সুযোগ আরও কমিয়ে দিতে পারে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর