[email protected] বৃহঃস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
১৩ অগ্রহায়ণ ১৪৩২

আদালতের দ্বারস্থ হলেন শিল্পা শেঠি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫ ৬:৫৩ পিএম

অভিনেত্রী শিল্পা শেঠি সাম্প্রতিক সময়ে নানা সমস্যার মুখোমুখি

হচ্ছেন। এর মধ্যেই তিনি নিজের ‘পার্সোনালিটি রাইটস’ সুরক্ষায় বম্বে হাইকোর্টে আবেদন করেছেন। বিষয়টি তিনি দেখছেন ‘বিগ বস’–খ্যাত আইনজীবী সানা রইস খানের মাধ্যমে।

বলিউডের অনেক তারকার নাম, ছবি ও ব্যক্তিগত তথ্য সামাজিক মাধ্যমে অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগ নতুন নয়। একই সমস্যায় এবার শিল্পাও আদালতের দারস্থ হয়েছেন। তার অভিযোগ—বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার ছবি ও নাম ভুয়া প্রচারণায় ব্যবহার করা হচ্ছে, এমনকি বিকৃত ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে তার অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি ব্যক্তিগত সুনামও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আইনজীবী সানা রইস খান জানান, শিল্পা শেঠির দীর্ঘদিনের পরিশ্রমে অর্জিত জনপ্রিয়তাকে কেউ নিজের স্বার্থে ব্যবহার করতে পারে না। অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ব্যবহারের মাধ্যমে তার ব্যক্তিত্ব ও ভাবমূর্তি নষ্ট হচ্ছে—যা আইনগতভাবেও গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, শিল্পার মতো আরও বেশ কিছু তারকা এর আগেও একই কারণে আদালতে গিয়েছেন। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও হৃতিক রোশনের মতো প্রখ্যাত অভিনেতারাও নিজেদের ‘পার্সোনালিটি রাইটস’ রক্ষায় বম্বে হাইকোর্টে আবেদন করেছিলেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর