[email protected] মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
১১ অগ্রহায়ণ ১৪৩২

আতিফের কনসার্ট নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫ ১:৫৩ পিএম

জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলাম আবারও ঢাকায়

আসছেন তরুণদের আনন্দে মাতাতে। আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এক্স ফোর্স প্রেজেন্টস আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’—যে কনসার্টে সরাসরি পারফর্ম করবেন তিনি। আয়োজকদের মতে, তরুণ প্রজন্মের ইতিবাচক শক্তিকে জাগিয়ে তোলা ও সুস্থ বিনোদন ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের উদ্দেশ্য।

কনসার্টটি হবে রাজধানীর ১০০ ফুট ও ৩০০ ফুট সড়কের মাঝামাঝি অবস্থিত একটি আধুনিক ও নিরাপদ আউটডোর ভেন্যুতে। দর্শকদের সুবিধার জন্য সব ধরণের যাতায়াত ব্যবস্থাও রাখা হবে। তবে গেল কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে কনসার্টটি নিয়ে নানা ভুল তথ্য ছড়িয়ে পড়ে—যেমন শিল্পী নাকি আসছেন না কিংবা অনুষ্ঠানস্থল এখনো নির্ধারণ হয়নি। এতে বিরক্তি ও বিভ্রান্তির মুখে পড়েন আয়োজকেরা।

আয়োজক মেইন স্টেজ ইনক জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে ভেন্যুর সুনির্দিষ্ট নাম আগেই ঘোষণা করা হয়নি; আর এই বিষয়টিকেই কাজে লাগিয়ে কিছু গোষ্ঠী ভুল তথ্য ছড়াচ্ছে। তারা আরও জানায়, কনসার্ট আয়োজনের প্রস্তুতি, প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিকতা—সবকিছুই ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শিল্পী, দর্শক ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করেই সব পরিকল্পনা সাজানো হচ্ছে।

সব ধরনের গুজবের ইতি টানতে আতিফ আসলাম নিজেই সামনে এগিয়ে এসেছেন। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কনসার্টের পোস্টার শেয়ার করে ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেন। শুধু এই কনসার্টের জন্যই তিনি বাংলাদেশে আসছেন—এ ঘোষণা ভক্তদের মাঝে আলাদা উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

মেইন স্টেজ ইনক-এর মুখপাত্র রিসালাত জানান, “আমরা সম্পূর্ণ নিয়ম মেনে ও নিরাপত্তার সব ধাপ অনুসরণ করে ইভেন্টটি আয়োজন করছি। সরকারি সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই প্রতিটি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তরুণদের ইতিবাচক ও গঠনমূলক উদ্যোগে সহযোগিতা পেতে আমরা আশাবাদী। সবাইকে অনুরোধ, কোনো ধরনের গুজবে বিশ্বাস না করে সঠিক তথ্যের ওপর ভরসা করুন।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর