[email protected] শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
২৮ অগ্রহায়ণ ১৪৩২

ভারতীয় প্রযোজকের অর্থ ফেরত না দেওয়ার অভিযোগ তানজিন তিশার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫ ৬:৪১ পিএম

সংগৃহীত ছবি

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ফের নতুন অভিযোগ উঠেছে।

এবার ভারতীয় একটি চলচ্চিত্র–প্রযোজনা প্রতিষ্ঠান তার বিরুদ্ধে অর্থ ফেরত না দেওয়া ও পেশাদারিত্বের ঘাটতির অভিযোগ তুলেছে।

কলকাতার সিনেমা ‘ভালোবাসার মরশুম’-এর প্রযোজক শরীফ খান দাবি করেছেন, অভিনেত্রী তানজিন তিশা চুক্তি অনুযায়ী অগ্রিম টাকা নিলেও পরে ছবিটি না করার সিদ্ধান্ত জানান এবং এখনো সেই অর্থ ফেরত দেননি।

প্রযোজক শরীফ খান জানান, পরিচালক এম এন রাজের এই চলচ্চিত্রে তানজিন তিশার বিপরীতে অভিনয় করার কথা ছিল বলিউড অভিনেতা শরমণ যোশির। তিশাকে উপযুক্ত মনে করেই তারা বাংলাদেশে এসে আনুষ্ঠানিকভাবে চুক্তি করেন।

শরীফ খানের দাবি,

  • তিশাকে প্রথমে ৩০ হাজার ভারতীয় রুপি অগ্রিম দেওয়া হয়,
  • পরে তার বোনের অ্যাকাউন্টের মাধ্যমে ৪ লাখ ১২ হাজার টাকা পাঠানো হয়।

তার অভিযোগ, ভিসা স্লট নির্ধারণ ও শুটিং প্রস্তুতির শেষ মুহূর্তে তিশা কাজটি করতে না পারার কথা জানান, যা প্রযোজনা দলের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়। প্রযোজকের দাবি, শিডিউল পরিবর্তন, লোকেশন বুকিং ও অন্য শিল্পীদের সময় বিবেচনায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়েন।

শরীফ খান আরও অভিযোগ করেন, তানজিন তিশা পরে শাকিব খান অভিনীত ‘সোলজার’ ছবির শিডিউলকে অজুহাত হিসেবে উল্লেখ করে কলকাতার কাজটি পিছিয়ে নিতে চান, যা প্রযোজনা পক্ষ গ্রহণ করেনি। তার দাবি, তিশাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানানোর পর ফেরত চাওয়া টাকা তিনি ফেরত দেননি।

এ চলচ্চিত্রে প্রাথমিকভাবে যুক্ত ছিলেন বাংলাদেশের অভিনেতা খায়রুল বাসারও। প্রযোজকের মতে, চরিত্রটি তার জন্য উপযুক্ত মনে না হওয়ায় তিনি নিজেই সরে দাঁড়ান এবং দ্রুত অগ্রিম নেয়া অর্থ ফেরত দেন। প্রযোজক বিষয়টি পেশাদারিত্বের উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।

তিশাকে বাদ দিয়ে বর্তমানে ছবিতে নেওয়া হয়েছে ওড়িশার অভিনেত্রী শিবানী সঙ্গীতাকে।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার তানজিন তিশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তাই তার অবস্থান বা জবাব এই প্রতিবেদন প্রকাশের সময় পাওয়া যায়নি

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর