ছুটির দিনে সকালে ভূমিকম্পের আতঙ্কে দিন শুরু করেছিল
বাংলাদেশের মানুষ। এমন পরিস্থিতিতে অনেকের মনে জন্ম নিয়েছে ভয়, আর সেসব পরিস্থিতি নিয়ে নির্মিত হয়েছে কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র। চলুন দেখে নিই, এই চলচ্চিত্রগুলোতে ভূমিকম্পের গল্প কীভাবে ফুটে উঠেছে।
১. স্যান অ্যানড্রেস (২০১৫)
হলিউডের অভিনেতা ডোয়াইন জনসন অভিনীত এই সিনেমার গল্প গড়ে উঠেছে ক্যালিফোর্নিয়ার কুখ্যাত ‘স্যান অ্যানড্রেস ফল্ট’-কে কেন্দ্র করে। হঠাৎ ভয়াবহ ধস নামলে ক্যালিফোর্নিয়া লণ্ডভণ্ড হয়ে যায়। রেসকিউ পাইলট (ডোয়াইন জনসন) তার স্ত্রী ও একমাত্র মেয়েকে বাঁচানোর জন্য লস অ্যাঞ্জেলেস থেকে সান ফ্রান্সিসকো পর্যন্ত ঝুঁকি ভরা যাত্রা শুরু করে। ধ্বংসস্তূপ, ধসে পড়া বহুতল ভবন ও সুনামির দৃশ্যগুলো চিত্রিত হয়েছে নিখুঁতভাবে।
২. দি ইম্পসিবল (২০১২)
২০০৪ সালে ভারত মহাসাগরে সৃষ্ট ভূমিকম্প ও তৎপরবর্তী সুনামির সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত। থাইল্যান্ডে ছুটিতে থাকা একটি স্প্যানিশ পরিবার একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ধ্বংসস্তূপের মধ্যে বেঁচে থাকার লড়াই ও পুনর্মিলনের প্রচেষ্টা ছবির মূল উপজীব্য। এতে অভিনয় করেছেন নাওমি ওয়াটস ও ইউয়ান ম্যাকগ্রেগর।
৩. আফটারশক (২০১২)
চিলিতে একটি নাইটক্লাবে বিশাল ভূমিকম্প আঘাত হানার পর একদল পর্যটকের বেঁচে থাকার লড়াই নিয়ে সিনেমাটি নির্মিত। ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে বের হওয়ার পর তাদের দুঃস্বপ্নের যাত্রা শুরু হয়।
৪. দ্য কোয়াক (২০১৮)
নরওয়েজিয়ান সিনেমা ‘দ্য ওয়েভ’ এর সিক্যুয়েল। ভূতাত্ত্বিক ক্রিশ্চিয়ান আইকজর্ড টানেল ধসের ঘটনা তদন্ত করতে গিয়ে বুঝতে পারেন অসলো শহরে ভয়াবহ ভূমিকম্প ঘটতে চলেছে। সতর্কবার্তা উপেক্ষিত হলেও ভূমিকম্প শুরু হলে তিনি গগনচুম্বী ভবনের ধ্বংসস্তূপের মধ্যে থেকে পরিবারকে বাঁচানোর জন্য লড়াই শুরু করেন।
৫. আর্থকোয়েক (১৯৭৪)
লস অ্যাঞ্জেলেসে কাল্পনিক ভয়াবহ ভূমিকম্পের চিত্র তুলে ধরা হয়েছে। চরিত্রদের ব্যক্তিগত জীবন ও বেঁচে থাকার সংগ্রাম চিত্রিত হয়েছে। ৯.৯ মাত্রার ভূমিকম্প শহরকে ধ্বংসস্তূপে পরিণত করে। সিনেমাটির বিশেষ ইফেক্ট ও তারকাবহুল অভিনয়ের জন্য এটি স্মরণীয়।
উল্লেখ্য, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানা ভূমিকম্পে অন্তত ৬ জনের মৃত্যু ও শতাধিক আহতের খবর পাওয়া গেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। কম্পনের ফলে বিভিন্ন স্থানে দেয়াল ধস ও ফাটল দেখা দেয়, মানুষ আতঙ্কে দ্রুত ঘর ছেড়ে রাস্তায় নামে।
এসআর
মন্তব্য করুন: