[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

অভিনয়ে ভরাডুবি, পরিচালনাতেই কি শেষ ভরসা সালমানের?

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫ ৫:৫৫ পিএম

বলিউডের সুপারস্টার সালমান খান সাম্প্রতিক সময়ে বক্স অফিসে

প্রত্যাশিত সাফল্য পাচ্ছেন না। তার জনপ্রিয়তা আগের মতোই অটুট থাকলেও অভিনয়জীবন যে মন্দার মধ্যে রয়েছে, তা স্বীকার করছে বলিউডের বিভিন্ন মহল। এমন অবস্থায় নতুন করে গুছিয়ে উঠতে এবার তিনি পরিচালনায় নাম লেখাতে পারেন—এমন আলোচনা জোরেশোরেই চলছে মুম্বাই চলচ্চিত্রপাড়ায়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, জনপ্রিয় সিরিজ ‘দাবাং’-এর চতুর্থ পর্বে হয়তো সালমান খানই পরিচালক হিসেবে দায়িত্ব নিতে পারেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা আরবাজ খান জানিয়েছেন, ‘দাবাং ফোর’ নির্মাণের প্রস্তুতি চলছে। স্ক্রিপ্টের খসড়া তৈরি হয়েছে এবং প্রাথমিক কাজ অনেকটাই এগিয়েছে। তবে চলচ্চিত্রটি কে পরিচালনা করবেন, সে বিষয়ে এখনো পরিষ্কার করে বলেননি তিনি।

এ কারণে বলিউডে জোর গুঞ্জন, সালমান খান নিজেই এবার পরিচালকের আসনে বসতে পারেন। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের শুরুতেই ছবির শুটিং শুরু হওয়ার কথা।

এই আলোচনা নতুন নয়। ‘দাবাং’-এর প্রথম কিস্তি পরিচালনা করেছিলেন অনুভব কাশ্যপ। পরে বিভিন্ন মতভেদের কারণে দ্বিতীয় চলচ্চিত্রটি পরিচালনা করেন আরবাজ খান এবং তৃতীয়টি পরিচালনা করেন প্রভু দেবা। তবে বহুদিন ধরেই শোনা যায়, পর্দার আড়ালে এই ফ্র্যাঞ্চাইজির সৃজনশীল অংশে সালমান খানের প্রভাব ছিল উল্লেখযোগ্য।

পরিচালক অভিনব কাশ্যপ অতীতে সালমানের বিরুদ্ধে নিয়ন্ত্রণ আরোপের অভিযোগ তুলেছিলেন। এমনকি ‘দাবাং’ মুক্তির ১৫ বছর পূর্তি উপলক্ষে তিনি সালমানকে ‘গুন্ডা’ বলেও মন্তব্য করেন। এসব বিতর্কের মাঝেই এখন সালমানের আনুষ্ঠানিকভাবে পরিচালনায় আত্মপ্রকাশের জোরালো সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর