[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

আমার খুব কান্না আসছে : মিথিলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ ৪:১৪ পিএম

ন্যাশনাল কস্টিউম পর্বে অংশ নেওয়ার পর বুধবার দুপুরে

ফেসবুক লাইভে হাজির হন মিথিলা। লাইভে তিনি নিজের অনুভূতি শেয়ার করতে গিয়ে বেশ আবেগে ভেসে যান। মিথিলা বলেন,
“আপনারা জাতীয় পোশাকটি কেমন দেখলেন? আশা করি সবার ভালো লেগেছে। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্যই এই বিশেষ সাজ বেছে নিয়েছি। আমার মনে হয়, এরকমভাবে দেশকে আগে কেউ উপস্থাপন করেনি।”

নিজের পারফরম্যান্স নিয়ে তিনি সন্তুষ্টির কথাও জানান—
“আমি সত্যিই খুশি। স্টেজে আমার পারফরম্যান্স দারুণ হয়েছে বলে সবাই প্রশংসা করেছে।”

লাইভে দেশের পক্ষ থেকে মঞ্চে দাঁড়ানোর অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে আরও আবেগাপ্লুত হয়ে পড়েন মিথিলা। তার ভাষায়—
“স্টেজ থেকে নামার পর নিজেকে সামলাতে পারিনি, চোখে পানি চলে আসে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। দেশকে উপস্থাপন করতে হলে কতটা সাহস ও শক্তি লাগে, সেটা কেবল মঞ্চেই বোঝা যায়।”

প্রিলিমিনারি রাউন্ডে ব্যস্ত মিথিলা, সুইমস্যুট পর্বে দারুণ প্রশংসা

মিস ইউনিভার্স ২০২৫–এর প্রিলিমিনারি রাউন্ড নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিথিলা। ভোটের বিষয়ে কিছুটা হতাশা থাকলেও লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। এবার সুইমস্যুট পর্বে নীল বিকিনিতে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে উপস্থাপন করেন মিথিলা। দর্শক এবং ভক্তরা তার এই পারফরম্যান্সে বেশ প্রশংসা করেছেন।

এখন সবার অপেক্ষা—কে জিতে নেবেন এবারের মিস ইউনিভার্স ২০২৫–এর মুকুট।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর