দক্ষিণী তারকা তামান্না ভাটিয়ার সঙ্গে বিজয় বর্মার বিচ্ছেদের গুঞ্জন
অনেক আগেই বলিপাড়ায় ছড়িয়ে পড়ে। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, তারা নীরবে নিজেদের পথে হেঁটে গেছেন। এ নিয়ে দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।
এর মাঝেই নতুন করে আলোচনায় এসেছে বিজয়ের সম্ভাব্য নতুন সম্পর্ক। শোনা যাচ্ছে, ‘দঙ্গল’-খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ছে। আর এবার সেই গুঞ্জনকে আরও উসকে দিলেন বিজয় নিজেই। তিনি জানান, ফাতিমার সঙ্গে কাজ করতে ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করেছেন।
তাদের আসন্ন সিনেমা ‘গুস্তাক ইশখ’–এ জুটি বেঁধে অভিনয় করছেন এই দুই তারকা। শুটিং সেটেই নাকি দুজনের বন্ধুত্ব আরও গভীর হয়েছে।
ফাতিমাকে নিয়ে প্রশংসা করতে গিয়ে বিজয় বলেন, তিনি শুধু চমৎকার অভিনেত্রীই নন, ব্যক্তিত্বেও অত্যন্ত আন্তরিক ও রসিক। নিজের কাজের প্রতি শতভাগ মনোযোগী বলেও উল্লেখ করেন তিনি।
ভক্তদের নজর কেড়েছে বিজয়ের বিশেষ মন্তব্য—ফাতিমার সঙ্গে কাজ করতে তার দারুণ লেগেছে। তিনি আরও জানান, তাদের দুজনের মধ্যেই নাকি বেশ কিছু মিল রয়েছে, বিশেষ করে রসবোধের জায়গায়।
বিজয়ের ভাষায়, তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দারুণ জমেছে, আর ছবিটির পুরোনো দিনের প্রেমের গল্প দর্শকদের মন ছুঁয়ে যাবে।
এসআর
মন্তব্য করুন: