[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

টম ক্রুজকে শুভেচ্ছা জানালেন অনিল কাপুর

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫ ১০:৩৯ এএম

হলিউডের জনপ্রিয় ও বাণিজ্যিকভাবে সফল তারকাদের

তালিকায় টম ক্রুজ বহু বছর ধরেই শীর্ষে। প্রায় ত্রিশ বছরেরও বেশি সময় ধরে ‘মিশন: ইম্পসিবল’ সিরিজে তিনি নিজেকে দুঃসাহসী অ্যাকশন হিরো হিসেবে তুলে ধরেছেন। দীর্ঘ ক্যারিয়ারে চারবার অস্কারের মনোনয়ন পেলেও প্রতিযোগিতামূলক কোনো ট্রফি জিততে পারেননি তিনি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল—গভর্নর’স অ্যাওয়ার্ডসে টম ক্রুজ পেয়েছেন তার প্রথম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সম্মানসূচক পুরস্কার।

‘গোল্ডেন বাল্ডি’ নামে পরিচিত এই বিশেষ সম্মাননা তার হাতে তুলে দেন অস্কারজয়ী পরিচালক আলেহান্দ্রো জি. ইনারিতু। ৬৩ বছর বয়সী এই অভিনেতার দীর্ঘ পথচলার অন্যতম মূল্যবান অর্জন হিসেবে এটি বিবেচনা করা হচ্ছে।

টম ক্রুজের এই সাফল্যে অভিনন্দন জানাতে ভোলেননি বলিউড অভিনেতা অনিল কাপুরও। সামাজিক মাধ্যমে তিনি লেখেন—“প্রিয় বন্ধু, তোমার এই অর্জনে অভিনন্দন। তোমার পরিশ্রম এবং নিষ্ঠা অনেক শিল্পীর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

অনিল কাপুর মনে করেন, টম ক্রুজের এই সম্মাননা সেই সব অভিনেতাদের স্বপ্নকে আরও শক্তি দেবে, যারা সিনেমার জন্য নিজেদের সর্বস্ব ঢেলে দেন।

উল্লেখ্য, ২০১১ সালে ‘মিশন ইম্পসিবল: ঘোস্ট প্রোটোকল’ ছবিতে একসঙ্গে কাজ করার সুবাদেই টম ক্রুজ ও অনিল কাপুরের বন্ধুত্বের সূত্রপাত। সেই সম্পর্ক এখনও অটুট, আর টমের নতুন সম্মাননা তাদের বন্ধুত্বের গল্পকে আবারও সামনে এনেছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর