[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

মঞ্চে ‘অস্বস্তিকর’ হয়ে উঠল সালমান-তামান্নার নাচ!

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫ ১২:৪৩ পিএম

সম্প্রতি কাতারের দোহার মঞ্চে অনুষ্ঠিত দাবাং ট্যুরে বলিউড

তারকা সালমান খান ও তামান্না ভাটিয়ার একটি যৌথ নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনদের অনেকেই এই পারফরম্যান্সকে অস্বস্তিকর হিসেবে মন্তব্য করেছেন।

ভিডিওতে দুজনকে জনপ্রিয় গান ‘দিল দিয়া গাল্লা’-র সঙ্গে নাচতে দেখা যায়। বিশেষ করে সালমানের রোম্যান্টিক অঙ্গভঙ্গি সমালোচনার মুখে পড়েছে। ভিডিওটি নিয়ে রেডিটে একটি থ্রেডও ভাইরাল হয়েছে, যেখানে অনেকে লিখেছেন– ‘দেখতে লজ্জা লাগছে’, ‘অস্বস্তিকর’, ‘ক্রিঞ্জ’, ‘তামান্না কিছুটা বিব্রত মনে হচ্ছে’ ইত্যাদি।

ট্যুরে সালমান ও তামান্নার সঙ্গে আরও ছিলেন সুনীল গ্রোভার, স্টেবিন বেন, জ্যাকুলিন ফার্নান্দেজ ও মনীশ পাল। মঞ্চে সালমান তার হিট গানের সঙ্গে নাচ ও মজা দেখিয়েছেন, যেমন– ‘কিক’, ‘পাণ্ডে জি সিটি’, ‘সজন রেডিও’ প্রভৃতি।

মোটের ওপর, এই পারফরম্যান্স সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে, যার বেশিরভাগ প্রতিক্রিয়া নেতিবাচক।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর