[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

মেহজাবীনের ব্যস্ততা কোথায় হারাল?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫ ১০:৪৬ এএম

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী—নাটক, ওটিটি থেকে শুরু করে

চলচ্চিত্র—সব মাধ্যমেই নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। এক যুগেরও বেশি সময় ধরে কাজ করে জনপ্রিয়তা অর্জন করলেও সাম্প্রতিক সময়ে তার উপস্থিতি যেন আগের মতো আর চোখে পড়ে না। ফলে অনেকে ভাবতে শুরু করেছেন—কোথায় হারিয়ে গেলেন এই ব্যস্ততম তারকা?

সম্প্রতি অন্য এক কারণে আবারও আলোচনায় উঠে আসেন মেহজাবীন। পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দেখিয়ে ২৭ লাখ টাকা নেওয়া এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগে তার ও ভাই আলিসান চৌধুরীর নামে একটি মামলা হয়। আদালত এতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তারা আত্মসমর্পণ করে পরে জামিন পান। এমন সময়ে তার কোনো নতুন কাজের খবর না থাকায় ভক্তদের সন্দেহ আরও বেড়েছে—তিনি কি কাজ থেকে সরে যাচ্ছেন?

কিছুদিন আগে শোনা গিয়েছিল, রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’–এ চঞ্চল চৌধুরী ও আফরান নিশোর সঙ্গে অভিনয় করার কথা রয়েছে মেহজাবীনের। বেশ কয়েকটি মাধ্যমে তার নামও উল্লেখ করা হয়। কিন্তু শেষ পর্যন্ত জানা গেল—ছবিটির নায়িকা তিনি নন; সেই জায়গা নিয়েছেন পূজা চেরী। এই ঘোষণার পর হতাশ হন মেহজাবীনের অনুরাগীরা। তার উপর দীর্ঘদিন ধরে নতুন কোনো প্রজেক্ট ঘোষণা না আসায় হতাশা আরও ঘনীভূত হয়।

একসময় পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। নাটক, বিজ্ঞাপন, ওটিটির শুটিং—সব মিলিয়ে বিরামহীন ব্যস্ততায় দিন কাটতো তার। কখনো টানা শুটিংয়ের চাপে দূরে সরে যাওয়া, কখনো আবার ক্লান্তিতে বিরতি নেওয়া—সব মিলিয়ে তার জীবনে কাজই ছিল প্রধান সঙ্গী।

পরবর্তীতে চলচ্চিত্রেও মনোযোগ দেন মেহজাবীন। বিয়ে ও হানিমুনের পর কিছুদিন বিরতিতে থাকলেও তার অভিনীত ‘প্রিয় মালতি’ এবং ‘সাবা’ আন্তর্জাতিক উৎসবে প্রশংসা পায়। তবে দেশের হলগুলোতে দুই ছবিই তেমন আলোড়ন তুলতে পারেনি।

এরপর থেকেই তার কাজের গতি কমতে থাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেহজাবীন নিজেই জানিয়েছেন—এ মুহূর্তে তার হাতে উল্লেখযোগ্য কোনো প্রজেক্ট নেই। আর এ খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের মনে প্রশ্ন—যে মেহজাবীন ব্যস্ততার কারণে প্রায়ই আড়ালে চলে যেতেন, তিনি কি এখন কাজের অভাবে ধীরে ধীরে তাল হারাচ্ছেন?

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর