নাতনি আরাধ্যা বচ্চনের জন্মদিনে তাকে ভালোবাসায় ভরা এক বার্তা
দিয়েছেন বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন। আনন্দের এই উপলক্ষেও তিনি সম্প্রতি হারিয়ে যাওয়া কাছের মানুষদের স্মৃতিতে গভীর আবেগ প্রকাশ করেছেন।
জন্মদিনে নিজের ব্লগে অমিতাভ একটি মনছোঁয়া নোট লেখেন। তিনি লিখেছেন, “প্রিয় ছোট্ট আরাধ্যা, তোমার জন্মদিনে অনেক আদর ও আশীর্বাদ। আমাদের সবার ভেতরের শিশুটি সময়ের সঙ্গে বদলায়, আর তোমাকে পেয়ে সেই অনুভূতিটা যেন আরও গভীর হয়।”
এ আনন্দঘন মুহূর্তেই অভিনেতা উল্লেখ করেন সাম্প্রতিক কালে তার জীবনে চলে যাওয়া প্রিয়জনদের কথা। তার ভাষায়, “গত ক’দিনে যে হারানোর বেদনার মধ্য দিয়ে গেছি, তা বর্ণনাতীত। মন ভীষণ ভারাক্রান্ত। কিন্তু তারপরও জীবন থেমে থাকে না, এটাই জীবনের স্বাভাবিক নিয়ম।”
তিনি আরও লিখেছেন, “মানুষ বাঁচে, শেখে এবং নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়ে যায়। জীবনের প্রতিটি অধ্যায়ই আমাদের পরীক্ষা নেয়—এটাই আমার বিশ্বাস।”
অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যুও অমিতাভকে গভীরভাবে আঘাত করেছে। দীর্ঘদিনের পারিবারিক বন্ধু ও সহ-অভিনেত্রী এই শিল্পীর সঙ্গে তিনি বহু জনপ্রিয় ছবিতে কাজ করেছেন। তার প্রয়াণে সিনিয়র বচ্চন শোকাহত এবং স্মৃতিভারে আপ্লুত।
এসআর
মন্তব্য করুন: