[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বললেন অভিনেত্রী মেহজাবীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫ ৪:০২ পিএম

সংগৃহীত ছবি

অর্থ আত্মসাৎ ও হুমকি–ধামকির অভিযোগে দায়ের করা মামলায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তাঁর ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে ঢাকার একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

তবে এই তথ্যকে “ভিত্তিহীন” বলে দাবি করেছেন মেহজাবীন।

শনিবার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন,
“অনলাইনে আমার নাম ব্যবহার করে কিছু ভিত্তিহীন ‘মামলা’ সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ছে। সাংবাদিক সহকর্মীদের অনুরোধ, কোনো যাচাইহীন ও সত্যতাহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকুন।”

মেহজাবীনের বক্তব্যের বিপরীতে আদালত সূত্র জানিয়েছে, তাঁর নামে একটি মামলা চলমান। মামলাটিতে ১০ নভেম্বর আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য দিন ধার্য ছিল, তবে তাঁরা হাজির হননি। এ কারণে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত–৩–এর বিচারক আফরোজা তানিয়া তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এ ছাড়া গ্রেপ্তারসংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের তারিখ হিসেবে আগামী ১৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী—

  • বাদী আমিরুল ইসলাম দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁকে মেহজাবীনের “পারিবারিক ব্যবসার পার্টনার” হওয়ার কথা বলে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা প্রদান করেন।
  • কিন্তু মেহজাবীন ও তাঁর ভাই দীর্ঘদিন ব্যবসা চালু করার কোনো উদ্যোগ নেননি।
  • বাদী বারবার টাকা চাইলে তাঁরা সময়ক্ষেপণ করেন।

অভিযোগে আরও বলা হয়েছে,

  • গত ১১ ফেব্রুয়ারি পাওনা টাকা চাইতে গেলে তাঁকে ১৬ মার্চ হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে আসতে বলা হয়।
  • নির্ধারিত স্থানে গেলে মেহজাবীন, তাঁর ভাই এবং আরও কয়েকজন তাঁকে গালিগালাজ করেন এবং হুমকি দেন—
    “এরপর আমাদের বাসায় টাকা চাইতে আসবি না, সামনে পড়লে মেরে ফেলব।”
  • হুমকির পর বাদী ভাটারা থানায় গেলে পুলিশ তাঁকে আদালতে মামলা করার পরামর্শ দেয়।

পরবর্তীতে আমিরুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর