[email protected] শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
১ অগ্রহায়ণ ১৪৩২

এক চড়েই বদলে যায় শাহরুখের ভাগ্য!

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫ ১১:৩০ এএম

বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান জানিয়েছেন, অভিনয়জীবনের

শুরুর দিকে কিংবদন্তি দিলীপ কুমারের কাছ থেকে পাওয়া এক হালকা চড় তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। তাঁর ভাষায়, ওই মুহূর্তই তাঁর ক্যারিয়ারের অন্যতম বিশেষ স্মৃতি।

২০০১ সালের জি সিনে অ্যাওয়ার্ডস উপস্থাপনার সময় শাহরুখ এই ঘটনা তুলে ধরেন। তিনি জানান, মুম্বাইয়ে প্রথম যখন দিলীপ কুমারের সঙ্গে তাঁর দেখা হয়, তখন প্রবীণ এই অভিনেতা স্নেহ করে গালে টোকা দিয়ে বলেছিলেন—“কঠোর পরিশ্রম করো।” শাহরুখের মতে, দিলীপ কুমারের সেই স্পর্শই যেন অনেক বড় উৎসাহের মতো লেগেছিল।

হাসতে হাসতেই শাহরুখ আরও বলেন, সেই একটি চড় তাঁর পেশাজীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছিল। তিনি রসিকতা করে যোগ করেন, “যদি আবার ক্যারিয়ারকে সামনে এগিয়ে নিতে চাই, তাঁর কাছ থেকে আরেকটা চড় পেতে আপত্তি নেই!”

এর ঠিক পরের বছরই শাহরুখ অভিনয় করেন ‘দেবদাস’ ছবিতে, যা তাঁর ক্যারিয়ারকে আরও উচ্চতায় পৌঁছে দেয়। আজ তিনি ভারতীয় সিনেমার অন্যতম প্রভাবশালী মুখ হিসেবে প্রতিষ্ঠিত।

দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানুও শাহরুখকে ভীষণ স্নেহ করতেন। এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছিলেন, প্রথম দেখাতেই তাঁর মনে হয়েছিল—যদি নিজের সন্তান থাকত, তবে হয়তো তাঁর চেহারাও শাহরুখের মতোই হতো।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর