ঢাকাই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম নতুন ছবিতে আবারও
ভক্তদের মুগ্ধ করেছেন। অভিনয় ও মডেলিং দুই জগতে সক্রিয় এই অভিনেত্রী জন্মদিনের কিছু দিন পর সামাজিক মাধ্যমে এক ডজন ছবি প্রকাশ করেছেন, যা মুহূর্তের মধ্যে সমালোচক ও ভক্তদের নজর কেড়েছে।
ছবিগুলোতে মিমকে দেখা গেছে ক্লাসিক ও আভিজাত্যের মিশ্রণে। তার পরনে ছিল গাঢ় খয়েরি বা মেরুন রঙের স্লিভলেস, ফ্লোর-লম্বা পোশাক, যা কোমরের কালো বেল্টের সঙ্গে এক অনন্য ছাপ তৈরি করেছে। খোলা চুলে ভিনটেজ ঢেউ এবং মাঝে মাঝে স্টাইলিশ রোদচশমা পরা ভঙ্গিমা তাকে ‘ওল্ড হলিউড’ গ্ল্যামার দিয়েছে।
ছবির প্রকাশের পর ভক্তদের প্রশংসার ঝড় ওঠে। কেউ লিখেছেন, “আপনাকে রানির মতো লাগছে,” আবার কেউ বলেছেন, “দিন দিন আরও সুন্দর হচ্ছেন।” অনেকেই আগুন ও ভালোবাসার ইমোজি দিয়ে তাদের মুগ্ধতা প্রকাশ করেছেন।
মিম শুধু মডেল বা অভিনেত্রী নন, তিনি একজন পরিচিত ভ্রমণপ্রেমী। দেশ-বিদেশের নানা জায়গায় ঘুরে বেড়াতে পছন্দ করেন এবং প্রায়ই সেই যাত্রার মুহূর্ত শেয়ার করে আলোচনায় আসেন। সম্প্রতি জন্মদিন পরিবারের সঙ্গে কাটানোর পরই ফের নতুন লুকের মাধ্যমে নিজের আভিজাত্য ফুটিয়ে তুলেছেন এই ঢালিউড তারকা।
এসআর
মন্তব্য করুন: