থাইল্যান্ডে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসর, যেখানে অংশ নিয়েছেন ১২১টি দেশের প্রতিযোগী।
এবার বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা সেখানে চমক দেখাচ্ছেন ‘পিপলস চয়েস’ বিভাগে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত ভোট অনুযায়ী, মিথিলা পেয়েছেন ২ লাখ ৮১ হাজারেরও বেশি ভোট, যা তাকে দ্বিতীয় স্থানে তুলে এনেছে। তিনি এ তালিকায় চিলির সুন্দরী ইন্না মলকে পেছনে ফেলেছেন। বর্তমানে শীর্ষে আছেন ইন্দোনেশিয়ার আহতিসা মানালো, যাকে টপকাতে মিথিলার আরও প্রায় ২৯ হাজার ভোট প্রয়োজন।
দেশের মানুষের প্রতি সমর্থন চেয়ে নিজের ফেসবুক পোস্টে মিথিলা লিখেছেন,
“বাংলাদেশের ১০ লক্ষ মানুষ যদি প্রতিদিন ১০টা করে ভোট দেয়, তাহলে ৭ দিনেই কয়েক কোটি ভোট হবে। ১০টা ভোট দিতে সময় লাগে মাত্র ১০-১২ মিনিট। ১৮-১৯ কোটি মানুষের দেশে শুধুমাত্র ভোটের অভাবে যদি বাংলাদেশের প্রতিনিধি হেরে যায়— সেটা কি মেনে নেওয়া যায়?”
ভোট গ্রহণ চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। আয়োজক সূত্রে জানা গেছে, বর্তমান গতি অব্যাহত থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই মিথিলা প্রথম স্থানে উঠে আসতে পারেন।
‘পিপলস চয়েস’ ছাড়াও মিথিলা আরও কয়েকটি বিভাগে শীর্ষ অবস্থানে রয়েছেন—
বর্তমানে ফুকেট পর্ব শেষে প্রতিযোগিতার আরেক ধাপে অংশ নিতে মিথিলা অবস্থান করছেন থাইল্যান্ডের পাতায়ায়।
‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুটজয়ী এই মডেল ও অভিনেত্রী ২ নভেম্বর থাইল্যান্ডে পৌঁছান। নিজের দেশকে আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বলভাবে উপস্থাপন করাই এখন তার একমাত্র লক্ষ্য।
এসআর
মন্তব্য করুন: