[email protected] বুধবার, ১২ নভেম্বর ২০২৫
২৮ কার্তিক ১৪৩২

‘প্রলয় ২’ নিয়ে যা বললেন রাজ চক্রবর্তী

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫ ৮:২৭ এএম

ওপার বাংলার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর প্রথম পরিচালিত

ওয়েব সিরিজ ছিল ‘আবার প্রলয়’। সুন্দরবনের নারী পাচার সমস্যাকে কেন্দ্র করে নির্মিত সেই সিরিজটি ওটিটি মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল। এবার আসছে এর দ্বিতীয় সিজন—‘প্রলয় ২’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সুখবর দিয়েছেন রাজ চক্রবর্তী। আগের সিজনের চেয়ে এবার আরও বড় ঝড় উঠতে চলেছে—এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি।

রাজের পোস্টে মন্তব্য করেছেন তার স্ত্রী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। তিনি লিখেছেন, ‘সব ভালো হবে, জয় বড় মা।’ ইতিমধ্যেই সিরিজটির মহরত সম্পন্ন হয়েছে এবং রাজ নিজে মন্দিরে পূজা দিয়ে শুটিং শুরুর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।

পরিচালনার পাশাপাশি সিরিজটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন রাজ চক্রবর্তী নিজেই। সংলাপ লিখেছেন শৌভিক ভট্টাচার্য।

প্রসঙ্গত, ১২ বছর আগে বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডের ঘটনা অবলম্বনে রাজ নির্মাণ করেছিলেন সিনেমা ‘প্রলয়’। সেখানে ইন্সপেক্টর অনিমেষ দত্তর চরিত্রে অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। সিরিজটির দ্বিতীয় সিজনেও একই চরিত্রে ফিরছেন এই অভিনেতা।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর