[email protected] সোমবার, ১০ নভেম্বর ২০২৫
২৬ কার্তিক ১৪৩২

মা হয়েছেন প্রাক্তন ক্যাটরিনা, জড়িয়ে গেলেন সালমান খান!

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫ ৮:২৫ এএম

বলিউডের জনপ্রিয় দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি

কৌশলের ঘরে এসেছে নতুন অতিথি। শুক্রবার এক যৌথ পোস্টে তারা জানিয়েছেন, তাদের প্রথম সন্তান—a পুত্রসন্তান—জন্ম নিয়েছে। খবর প্রকাশের পর থেকেই সহকর্মী থেকে ভক্ত—সবার শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন এই তারকা দম্পতি।

তবে আনন্দঘন এই মুহূর্তে আলোচনায় উঠে এসেছেন ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক সালমান খান। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক স্ক্রিনশটে দাবি করা হয়, ক্যাটরিনা ও ভিকির পোস্টের নিচে সালমান নাকি মন্তব্য করেছেন—‘এই ধরনের ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে না আনলেই ভালো।’

মুহূর্তেই শুরু হয় বিতর্ক। অনেকেই প্রশ্ন তোলেন, সত্যিই কি সালমান এমন মন্তব্য করেছেন? কিন্তু পরে জানা যায়, ছবিটি সম্পূর্ণ ভুয়া। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া ঘনিষ্ঠ সূত্রের তথ্যমতে, ক্যাটরিনার মাতৃত্ব নিয়ে সালমান কোনো মন্তব্যই করেননি।

২০২৪ সালের শুরু থেকেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছিল। লন্ডনে মায়ের সঙ্গে দীর্ঘ সময় কাটানো এবং সিনেমা থেকে বিরত থাকা আরও জোর দেয় সেই জল্পনায়। চলতি বছরের সেপ্টেম্বরে দম্পতি আনুষ্ঠানিকভাবে জানান, তারা নতুন অতিথির অপেক্ষায়। অবশেষে শুক্রবার তাদের ঘরে জন্ম নেয় পুত্রসন্তান।

বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। যদিও ক্যাটরিনা কবে আবার বড় পর্দায় ফিরবেন, তা এখনো নিশ্চিত হয়নি।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর