[email protected] রবিবার, ৯ নভেম্বর ২০২৫
২৫ কার্তিক ১৪৩২

স্বার্থপরের’ সাফল্যে উচ্ছ্বসিত শুভশ্রী

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫ ৪:৪৩ পিএম

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী বর্তমানে টানা

সাফল্যের ধারায় রয়েছেন। ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’ দিয়ে ব্যাপক প্রশংসা কুড়ানোর পর তার নতুন সিরিজ *‘অনুসন্ধান’*ও দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছে। মুক্তির প্রথম দিনেই হাজারো দর্শক সিরিজটি দেখেছেন—ফলে শুভশ্রী আবারও প্রমাণ করেছেন নিজের অভিনয় ক্ষমতা।

এই বছর ‘গৃহপ্রবেশ’ সিনেমাতেও দেখা গেছে তাকে, যা বক্স অফিসে ভালো সাড়া ফেলেছিল। তবে নিজের কাজের বাইরেও অন্য একজন সহ-অভিনেত্রীর সাফল্যে ভীষণ খুশি শুভশ্রী।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার নিজের ছবি ছাড়াও এই মুহূর্তে কোয়েলদির ‘স্বার্থপর’ ছবির সাফল্যে আমি সত্যিই আনন্দিত। ছবিটা অসাধারণ, আর কোয়েলদির অভিনয় আমার ভীষণ ভালো লেগেছে।”

তিনি আরও যোগ করেন, “এমন মানসম্পন্ন সিনেমা আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব দরকার ছিল। কোয়েলদির কাজ আমাদের গর্বিত করেছে। এই ছবির সাফল্য আরও অনেক নির্মাতাকে অনুপ্রাণিত করবে ভালো কাজ করতে।”

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর