[email protected] রবিবার, ৯ নভেম্বর ২০২৫
২৫ কার্তিক ১৪৩২

স্ত্রী গৌরীর কাছে ইন্টারভিউ দিয়ে শাহরুখের নায়িকা হন অমৃতা!

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫ ৮:২২ এএম

বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ‘ম্যায় হুঁ না’-তে শাহরুখ খানের বিপরীতে

শেষ পর্যন্ত অভিনয় করেন অমৃতা রাও, তবে শুরুতে এই চরিত্রের জন্য নির্বাচিত ছিলেন আয়েশা টাকিয়া। কিন্তু শুটিং শুরুর মাত্র দুই সপ্তাহ আগে ছবিটি থেকে সরে দাঁড়ান তিনি।

সম্প্রতি নিজের এক ভ্লগে পরিচালক ফারাহ খান জানিয়েছেন এই চমকপ্রদ ঘটনা। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যায় হুঁ না’ ছিল কোরিওগ্রাফার ফারাহ খানের পরিচালনায় প্রথম ছবি, যেখানে শাহরুখ খানের পাশাপাশি অমৃতা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন।

ফারাহ জানান, “শুটিংয়ের সব প্রস্তুতি শেষ, দার্জিলিঙের লোকেশনও বুক করা হয়ে গিয়েছিল। তখনই জানতে পারি, আয়েশা কাজটি করতে পারবে না।” কারণ হিসেবে আয়েশা জানান, তিনি তখন ইমতিয়াজ আলির একটি ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন।

নায়িকা পরিবর্তনের পর শাহরুখের স্ত্রী ও ছবির সহপ্রযোজক গৌরী খান ফারাহকে পরামর্শ দেন নতুন মুখ হিসেবে অমৃতা রাওয়ের সঙ্গে দেখা করতে। ফারাহ বলেন, “গৌরী বলেছিলেন, অমৃতাকে একবার দেখো। প্রথমে মনে হয়েছিল চরিত্রের সঙ্গে মানাবে না, কারণ ও খুব সাধারণ পোশাকে এসেছিল। পরে অডিশনে কান্নার দৃশ্যটা দিতে বলি — আর তখনই বুঝলাম ও একেবারে অন্যরকম!”

অমৃতার সেই অডিশনেই সবাই মুগ্ধ হন, এবং তিনিই শেষ পর্যন্ত সিনেমায় সুযোগ পান। মুক্তির পর ‘ম্যায় হুঁ না’-তে অমৃতা রাওয়ের অভিনয় প্রশংসিত হয়, আর এই ছবিই পরিচালক ফারাহ খানের কর্মজীবনে নতুন অধ্যায়ের সূচনা করে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর