বলিউডে নবাগত পরিচালক ও অভিনেতা আরিয়ান খানের ওয়েব
সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ সম্প্রতি মুক্তির পর থেকেই আলোচনায়। সিরিজটি জনপ্রিয়তা পেলেও জনসমক্ষে তাকে বেশিরভাগ সময়ই গম্ভীর দেখা যায়— যা নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে, কেন সবসময় এমন মুখ করে থাকেন শাহরুখপুত্র?
এ প্রসঙ্গে সিরিজের সহ-অভিনেত্রী মোনা সিং জানান, “একটি বিশেষ প্রদর্শনীতে আমরা চেয়েছিলাম, আরিয়ান যেন অন্তত ক্যামেরার সামনে একটু হাসে। কিন্তু সে হাসেনি। এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। হয়তো সে নিজস্ব একটি ব্যক্তিত্ব বা ভাবমূর্তি গড়ে তুলতে চায়।”
মোনার ভাষায়, শুটিং সেটে কিন্তু একদমই আলাদা মানুষ আরিয়ান খান। “সেটের বাইরে সে খুব প্রাণবন্ত, হাসিখুশি। সহকর্মীদের সঙ্গে আড্ডা দেয়, মজা করে সময় কাটায়। এমনকি সবাই যেন স্বচ্ছন্দে কাজ করতে পারে, সেটা নিশ্চিত করতেও সে খেয়াল রাখে,” বলেন তিনি।
অভিনয়ে আরিয়ানের মনোযোগের কথাও উল্লেখ করেন মোনা। তার মতে, নিজের চরিত্রকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে আরিয়ান যথেষ্ট যত্নবান, আর সেই সঙ্গে অন্য শিল্পীদেরও অনুপ্রাণিত করেন।
উল্লেখ্য, ‘দ্য ব্যাডস অফ বলিউড’ আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ পরিচালনা। এতে অভিনয় করেছেন মোনা সিং, ববি দেওল, মনোজ পাহওয়া, লক্ষ্য ও রাঘব জুয়েলসহ আরও অনেকে।
এসআর
মন্তব্য করুন: