[email protected] শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
২২ কার্তিক ১৪৩২

শাহরুখকে এখনই নিজের সিনেমায় নিতে চান না আরিয়ান!

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫ ১১:১৭ পিএম

ওটিটি প্ল্যাটফর্মে ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজ পরিচালনার মাধ্যমে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন

 

বলিউড কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। প্রথম প্রজেক্টেই তার পরিচালনার ভিন্নধর্মী ধরন দর্শকদের নজর কাড়ে। এবার তিনি প্রস্তুতি নিচ্ছেন বড় পর্দার জন্য — এটি হতে যাচ্ছে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, অর্থাৎ পরিচালকের আসনে তার সিনে ডেবিউ।

খবর অনুযায়ী, আরিয়ান ইতোমধ্যে নতুন ছবির প্রাথমিক কাজ শুরু করেছেন। ২০২৬ সালে সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে এই প্রজেক্টে শাহরুখ খান থাকছেন না, অন্তত প্রধান চরিত্রে নয়। যদিও আরিয়ানের প্রথম ওয়েব সিরিজে শাহরুখকে স্বল্প সময়ের জন্য (ক্যামিও হিসেবে) দেখা গিয়েছিল।

ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, আরিয়ান আপাতত তার বাবাকে পরিচালনা করতে আগ্রহী নন। তিনি চান, প্রথমে নিজের সক্ষমতা ও সৃজনশৈলীর মাধ্যমে সফল একজন পরিচালক হিসেবে জায়গা তৈরি করতে। তার মতে, শাহরুখ খানকে পরিচালনা করা হবে “একটি গৌরবের মুহূর্ত”, যা তিনি সময় ও পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে চান।

সূত্রগুলো জানায়, আরিয়ানের তৃতীয় সিনেমায় (সম্ভাব্য ২০২৭ সালে) মুখ্য ভূমিকায় দেখা যেতে পারে শাহরুখ খানকে। বাবা-ছেলে ইতোমধ্যে সেই ছবির মূল গল্প ও ধারণা নিয়ে আলোচনা করেছেন। বর্তমানে চিত্রনাট্য রচনার কাজ চলছে। তবে শাহরুখ সেখানে নায়ক নাকি প্রতিপক্ষের ভূমিকায় থাকবেন— তা এখনও চূড়ান্ত হয়নি।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর