[email protected] মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
২০ কার্তিক ১৪৩২

ওজন কমানোর পরও লজ্জা পেতাম : সোনাক্ষী

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫ ৭:৫৬ এএম

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা আসন্ন ছবি ‘জটাধারা’-র মুক্তির প্রস্তুতিতে ব্যস্ত। এরই মধ্যে এক সাক্ষাৎকারে তিনি নিজের অভিনয়জীবনের পথচলা, ওজন নিয়ে সমালোচনা এবং সামাজিক মাধ্যমে কটাক্ষের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন।

‘দাবাং’-এর মতো ব্লকবাস্টার ছবিতে অভিনয়ের আগে কঠোর পরিশ্রম করেও বডি-শেমিংয়ের শিকার হতে হয়েছে—সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

এক সাক্ষাৎকারে তিনি জানান, চলচ্চিত্রে আসার আগে ওজন কমাতে তিনি কোনো প্রচেষ্টার ঘাটতি রাখেননি। সফলভাবে ৩০ কেজি ওজন কমানোর পরও কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে।

অভিনেত্রীর ভাষায়, “আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, ওজন কমানোর সর্বোচ্চ চেষ্টা করেছি। কিছুটা কমাতেও পেরেছিলাম, কিন্তু তাতেও কেউ সন্তুষ্ট ছিল না। এখন ভাবি, সবকিছু চুলোয় যাক! যদি মানুষ আমার পরিশ্রম দেখতে না পায় এবং অযৌক্তিক কারণে ঘৃণা করে, সেটা তাদের সমস্যা।”

তিনি আরও বলেন, “৩০ কেজি ওজন কমানোর পরও নিজের শরীর নিয়ে অস্বস্তি বোধ করতাম। এমনকি ‘দাবাং’-এ অভিষেকের পরও অনেকে আমাকে নিয়ে ঠাট্টা করত।”

উল্লেখ্য, ২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘দাবাং’ ছবিতে সোনাক্ষী সিনহার অভিষেক হয়, যা বক্স অফিসে দারুণ সফলতা পেয়েছিল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর