ঢালিউডের প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমীর জন্মদিন আজ সোমবার (৩ নভেম্বর)।
১৯৭২ সালে জন্ম নেওয়া এই জনপ্রিয় অভিনেত্রী ৫২ বছরে পদার্পণ করলেন।
তবে এবারের জন্মদিনটি অভিনেত্রীর কাটছে দেশের বাইরে, যুক্তরাষ্ট্রে। বর্তমানে তিনি মা, মেয়ে ও বোনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে পরিবারকে নিয়েই জন্মদিন পালন করবেন তিনি। গত দুই বছর ধরেই মৌসুমী যুক্তরাষ্ট্রেই জন্মদিন উদযাপন করে আসছেন।
অভিনেত্রীর স্বামী ও ঢালিউড তারকা ওমর সানী জানিয়েছেন,
“মৌসুমীর মা অসুস্থ। তাঁর সেবা-যত্নের কারণেই আপাতত দেশে ফেরা সম্ভব হচ্ছে না। তবু তার জন্মদিন উপলক্ষে আমরা বিশেষ আয়োজন করেছি। দেশ-বিদেশের ভক্তরাও নানা উদ্যোগ নিয়েছেন।”
তিনি আরও বলেন,
“মৌসুমী যদি দেশে থাকতেন, তাহলে উদযাপনটা আরও বিশেষ হয়ে উঠত।”
২০২৩ সালের অক্টোবরে নিউইয়র্কে পাড়ি জমান মৌসুমী। তারপর থেকে আর দেশে ফেরা হয়নি তার। যুক্তরাষ্ট্রেই চলছে তাঁর ব্যস্ত সময়, পরিবারের সঙ্গে।
নব্বইয়ের দশকের ঢালিউডে সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের একজন ছিলেন মৌসুমী। তাঁর অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’, ‘দোলা’, ‘অনন্ত ভালোবাসা’, ‘বেদনার স্বপ্ন’—এসব সিনেমা আজও দর্শকদের মনে অমলিন।
সিনেমার পাশাপাশি নাটকেও ছিলেন সমান সফল। ভক্তদের কাছে তিনি এখনও রয়ে গেছেন ঢালিউডের প্রিয়দর্শিনী মৌসুমী নামেই।
এসআর
মন্তব্য করুন: