[email protected] মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
২০ কার্তিক ১৪৩২

ধর্মেন্দ্রর শারীরিক পরিস্থিতি নিয়ে যা জানা গেল

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫ ৭:৩০ পিএম

শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন। ৮৯ বছর বয়সী এই তারকার অসুস্থতার খবর প্রকাশ পাওয়ার পরই ভক্ত ও অনুসারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এদিকে অভিনেতার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়েছেন তাঁর স্ত্রী ও অভিনেত্রী হেমা মালিনী।


শ্বাসকষ্টে হাসপাতালে ধর্মেন্দ্র, স্বাস্থ্যের খোঁজ দিলেন হেমা মালিনী

হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৮৯ বছর বয়সী এই তারকার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়ায় অনুরাগীদের মধ্যে।

ভারতের গণমাধ্যমগুলো জানায়, শুক্রবার রাতে ধর্মেন্দ্রর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং রক্তচাপ বেড়ে যায়। পরে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

তবে অভিনেতার ঘনিষ্ঠ সূত্র ও হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, আতঙ্কের কোনো কারণ নেই। কেউ কেউ বলছেন, বিষয়টি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশও হতে পারে।

এরই মধ্যে সোমবার সকালে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় ধর্মেন্দ্রর স্ত্রী ও অভিনেত্রী হেমা মালিনীকে। গোলাপি-সাদা পোশাকে সেজে হাসিমুখে উপস্থিত হন তিনি। পাপারাজ্জিরা স্বামীর স্বাস্থ্যের খবর জানতে চাইলে হেমা মালিনী কেবল মাথা নেড়ে ইঙ্গিত দেন যে, “তিনি ভালো আছেন।”

এই খবর ছড়িয়ে পড়তেই স্বস্তি ফিরে আসে ভক্তদের মুখে। তবে অন্যদিকে, সামাজিক মাধ্যমে কিছু নেটিজেন হেমা মালিনীর প্রকাশ্যে আসা নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন। কারও মন্তব্য, “স্বামী অসুস্থ, অথচ তিনি বাইরে ঘুরছেন?” — আবার কেউ লিখেছেন, “তিনি কি আদৌ জানেন ধর্মেন্দ্র কেমন আছেন?”

তবে ঘনিষ্ঠ মহল জানায়, হেমা মালিনী নিয়মিত স্বামীর খোঁজ রাখছেন এবং চিকিৎসকদের সঙ্গেও যোগাযোগে আছেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর