[email protected] সোমবার, ৩ নভেম্বর ২০২৫
১৯ কার্তিক ১৪৩২

একই পোশাকে শাহরুখ-ব্র্যাড পিট, কে কাকে নকল করছেন— উঠেছে প্রশ্ন

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫ ১১:৩৮ এএম

বলিউড কিং শাহরুখ খানের নতুন অ্যাকশন সিনেমা ‘কিং’-এর টিজার প্রকাশের পর নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। রূপালি চুল এবং বন্দুক হাতে শাহরুখের নতুন লুক ইতিমধ্যেই ভক্তদের মুগ্ধ করেছে। তবে এই লুকের নীল শার্টের সঙ্গে বাদামী জ্যাকেট পরা বিষয়টি শুরু করেছে বিতর্ক।

 

নেটিজেনদের একাংশের অভিযোগ, শাহরুখের এই স্টাইলের পোশাকের মিল আছে হলিউড সুপারস্টার ব্র্যাড পিটের আসন্ন সিনেমা ‘এফ ওয়ান’-এর কস্টিউমের সঙ্গে। অনেকে বলছেন, “এ তো ব্র্যাড পিটকে নকল করার চেষ্টা।”

তবে শাহরুখের ভক্তরা পাল্টা আক্রমণ চালিয়েছেন। তারা স্মরণ করিয়ে দিয়েছেন, শাহরুখ এই ধরনের পোশাক ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জাব হ্যারি মেট সেজাল’-এও পরেছিলেন। এক ভক্ত মন্তব্য করেছেন, “যদি শাহরুখ আগে এটি পরেছেন, তাহলে উল্টোটা কেন হবে না? হতে পারে ব্র্যাড পিটই শাহরুখের স্টাইল অনুকরণ করেছেন।”

এই বিতর্ক এখনও সামাজিক মাধ্যমে চলছেই। যদিও দুই নায়কের সিনেমাই এখনও মুক্তি পায়নি, তবুও একটি জ্যাকেটের কারণে দুই নায়কের ভক্তদের মধ্যে তর্কের আগুন ছড়িয়ে পড়েছে।

শেষ প্রশ্ন হিসেবে রয়ে গেল—এই স্টাইলের মূল আইকন আসলে কে? শাহরুখ নাকি ব্র্যাড পিট?

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর