[email protected] রবিবার, ২ নভেম্বর ২০২৫
১৮ কার্তিক ১৪৩২

ভুল ভুলাইয়া-৪’-এ মঞ্জুলিকা হচ্ছেন অনন্যা পাণ্ডে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫ ৮:৩৫ পিএম

সংগৃহীত ছবি

বলিউডের জনপ্রিয় হরর–কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ভুল ভুলাইয়া’-এর চতুর্থ কিস্তি নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।

এবার কি ‘মঞ্জুলিকা’ চরিত্রে দেখা যাবে অনন্যা পাণ্ডেকে?

ভারতীয় সংবাদমাধ্যম আজকাল জানিয়েছে, সম্প্রতি ২৭তম জন্মদিন উদযাপন করেছেন অনন্যা পাণ্ডে। এ উপলক্ষে অভিনেতা কার্তিক আরিয়ান ইনস্টাগ্রামে অনন্যার সঙ্গে নিজের একটি মজার ভিডিও শেয়ার করেন। সেখানে অনন্যা হাস্যরসের ছলে বলেন, “আমি কার্তিকের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ৪’-এ মঞ্জুলিকা চরিত্রে অভিনয় করছি।”

ভিডিওটির ক্যাপশনে কার্তিক অনন্যাকে ‘সবচেয়ে নিঃস্বার্থ সহ-অভিনেত্রী’ বলে উল্লেখ করেন। যদিও অনন্যার এই বক্তব্যটি ছিল পুরোপুরি রসিকতা, তবে মুহূর্তের মধ্যেই তা ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। অনেকেই ভাবছেন, সত্যিই কি অনন্যা এবার আইকনিক ‘মঞ্জুলিকা’ চরিত্রে আসছেন?

‘পতি পত্নী অউর ওহ’-এর পর কার্তিক ও অনন্যা আবারও একসঙ্গে বড় পর্দায় দেখার আশায় দর্শকেরা ইতোমধ্যেই মুখিয়ে আছেন।

শুধু এই সিনেমাই নয়, অনন্যা সম্প্রতি জানিয়েছেন যে, তিনি নির্মাতা আরিয়ান খানের পরিচালিত আসন্ন ওয়েব সিরিজেও অভিনয় করতে চান। বলিউডের নবীন প্রজন্মের অন্যতম আলোচিত এই অভিনেত্রী এখন একের পর এক নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর