[email protected] বুধবার, ২২ অক্টোবর ২০২৫
৬ কার্তিক ১৪৩২

শাড়ি বিতর্কে মুখ খুললেন তানজিন তিশা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫ ৮:০১ পিএম

সংগৃহীত ছবি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি বড় পর্দায় অভিষেক করছেন।

চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ নামে একটি সিনেমায় কাজ করছেন তিনি। অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্বের কারণে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন তিশা।

তবে এবার অভিনেত্রীর নামে এক নারী উদ্যোক্তার শাড়ি বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, প্রমোশনের বিনিময়ে তিশা ওই উদ্যোক্তার কাছ থেকে একটি শাড়ি গ্রহণ করেন। কিন্তু দীর্ঘ প্রায় ১০ মাস সময় অতিবাহিত হলেও শাড়ির ছবি বা প্রমোশন সম্পর্কিত প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।

সূত্র জানায়, গত ১৭ জানুয়ারি তিশা তার ভেরিফায়েড ইন্সটাগ্রাম থেকে এক অনলাইন ফ্যাশন পেজের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানতে চান, “জামদানি কী কী আছে?” এরপর কয়েকটি শাড়ির ছবি ও দাম জানানো হয়। তিশা একটি শাড়ি পছন্দ করে বাসার ঠিকানা দেন। ফ্যাশন পেজ থেকে জানানো হয়, “শাড়িটি টাকা দিয়ে কিনতে হবে না; শাড়ি পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পেজটির প্রচারণা করলেই হবে।”

তিশা মুহূর্তেই এই প্রস্তাব গ্রহণ করেন এবং শাড়িটি যথাসময়ে তার বাসায় পৌঁছে। কিন্তু প্রায় ১০ মাস পরও শাড়ি সম্পর্কে কথা না রাখার অভিযোগ করেন উদ্যোক্তা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত আলোচনার জন্ম দেয়।

অবশেষে, তানজিন তিশা নিজের প্রতিক্রিয়া দিয়েছেন। হাস্যরসের ছলে ফেসবুকে তিনি লিখেছেন,
“গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক। হাহা! আর ফটোশুট করাতে চাইলে পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম।”

তার স্পষ্টবাদী মন্তব্যের পর নেটিজেনরা কমেন্ট বক্সে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে বিষয়টিকে হালকাভাবে দেখছেন, আবার অনেকে সমালোচনা করেছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর