[email protected] শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
২ কার্তিক ১৪৩২

আবারও একসঙ্গে রাজ–মানজুর–রুমি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫ ৭:৩৪ পিএম

সংগৃহীত ছবি

টানা একযুগ পর আবারও একসঙ্গে কাজ করলেন দেশের সংগীত ও নাট্যজগতের তিন পরিচিত মুখ—নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, গীতিকবি মাহমুদ মানজুর এবং সংগীত পরিচালক ও শিল্পী আরফিন রুমি।

২০১০ সালে রাজের নির্মাণে মুক্তিপ্রাপ্ত ‘ছায়া-ছবি’ সিনেমার জনপ্রিয় গান ‘পথ জানা নেই’ দিয়েই শুরু হয়েছিল এই ত্রয়ীর সুরযাত্রা। দীর্ঘ ১২ বছর পর সেই সফল যাত্রার নতুন অধ্যায় শুরু হয়েছে রাজের নির্মিত আসন্ন মেগা ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’–এর টাইটেল সং দিয়ে।

গানটির কথা লিখেছেন মাহমুদ মানজুর, সুর ও সংগীত করেছেন এবং কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি। সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন দোলা।
গানটি ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ আন্তর্জাতিক অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন,

“গানটি প্রকাশের পর থেকেই অসাধারণ সাড়া পাচ্ছি। নাটকটি প্রচারে এলে প্রতিক্রিয়া আরও বাড়বে, কারণ পুরো গল্পের আবহেই গানটির প্রতিধ্বনি রয়েছে। ভিডিও ভার্সনটি প্রচারের আগে প্রকাশ করা হবে।”

সংগীতশিল্পী আরফিন রুমি বলেন,

“আমি, রাজ কাকা আর মানজুর মামা—আমরা একসঙ্গে যতগুলো কাজ করেছি, সবই দর্শক-শ্রোতার ভালোবাসা পেয়েছে। ‘পথ জানা নেই’ থেকে ‘এটা আমাদেরই গল্প’ পর্যন্ত এই ধারাবাহিকতা আমাদের গর্বের।”

গীতিকবি মাহমুদ মানজুর বলেন,

“রাজ কাকা আর রুমি মামা আমার জন্য যেন আশীর্বাদ। আমরা দূর থেকেও একে অপরকে খুব ভালোভাবে বুঝি—তাই কাজ সহজ হয়। ১২ বছর পর আবার একসঙ্গে কাজ করতে পেরে ভীষণ আনন্দ লাগছে।”

‘এটা আমাদেরই গল্প’ একটি তারকাবহুল মেগা ধারাবাহিক, যা খুব শিগগিরই চ্যানেল আই–এর পর্দায় প্রচার শুরু হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর