[email protected] বৃহঃস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
৩০ আশ্বিন ১৪৩২

রিপন মিয়াকে নিয়ে গণমাধ্যমের শিরোনামে ক্ষোভ, চমকের কড়া সমালোচনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫ ১০:২৫ পিএম

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে ঘিরে চলমান বিতর্কে এবার মুখ খুললেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

সম্প্রতি ফেসবুকে দেওয়া একটি দীর্ঘ পোস্টে তিনি রিপন মিয়াকে নিয়ে প্রকাশিত কিছু গণমাধ্যমের শিরোনামের কড়া সমালোচনা করেছেন।

চমক লিখেছেন,

“স্বার্থে আঘাত লাগলে নিজের বাবা-মাও সন্তানকে টেনে নামাতে পারে। রিপন মিয়া ভালো বা খারাপ— তা নিয়ে সবাই কথা বলছে, কিন্তু মুদ্রার অপর পিঠ কি দেখছি আমরা? তার বাবা-মা একবারও সন্তানের সম্মানের কথা ভাবলেন না।”

তিনি আরও বলেন,

“ডিয়ার চাকচিক্য মোবাইলে যতটা দেখা যায়, বাস্তব জীবনে ততটা নাও হতে পারে। রিপন মিয়ার স্পনসর্ড ঘোরাফেরা দেখে তাকে অঢেল সম্পদশালী ভাবার কোনো কারণ নেই।”

চমক সাংবাদিকদের উদ্দেশে লেখেন,

“যারা সামান্য কিছু পয়সার জন্য মানুষের ব্যক্তিগত বিষয়ে নাক, কান, গলা— সব গলিয়ে তাদের নিচে নামায়, তারা কতটা নৈতিক? ‘গরিব বলে বাবা-মাকে পরিচয় দিচ্ছেন না’— এমন শিরোনামগুলো না দিলেও পারতেন। দোষারোপগুলো আরও সৃজনশীল হতে পারত।”

তিনি আরও যোগ করেন,

“প্রকৃতি বারবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়— আমরা কতটা হিংস্র, ইনসিকিউর, হিংসুটে, লোভী আর একা। তবুও সবশেষে দোষ দেওয়া হয় রিপন মিয়াকেই।”

চমকের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করছেন, আবার কেউ কেউ মনে করছেন— তিনি অপ্রয়োজনে বিতর্কিত ব্যক্তিকে সমর্থন করছেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর