চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর মামলার রিভিশন আবেদনের শুনানি শেষ হয়েছে।
ঢাকা জেলার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক আগামী ২০ অক্টোবর রায়ের জন্য দিন ধার্য করেছেন।
সোমবার (১৩ অক্টোবর) রিভিশন আবেদনের পক্ষে শুনানি সম্পন্ন করেন সালমান শাহর মায়ের আইনজীবী মো. ওবায়দুল্লাহ। তিনি সাংবাদিকদের বলেন,
“আমরা মামলার কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট চেয়ে রিভিশন দায়ের করি। ২০২২ সাল থেকে শুনানি চলছে। আজ শুনানি শেষ হয়েছে। আমরা শতভাগ আশাবাদী, আদালত আমাদের রিভিশন মঞ্জুর করবেন এবং মামলাটি পুনঃতদন্তের জন্য যাবে।”
শুনানি শেষে সালমান শাহর ভক্তরা আদালতপাড়ায় মানববন্ধন আয়োজন করেন, ‘হত্যার বিচার চাই’ দাবিতে।
মামলার সংক্ষিপ্ত ইতিহাস
- ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে মারা যান।
- প্রথমে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যু মামলা দায়ের করেন। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই হত্যার অভিযোগে মামলা রূপান্তরের আবেদন করেন।
- সিআইডি তদন্তে ১৯৯৭ সালের ৩ নভেম্বর রিপোর্টে বলা হয়, সালমান শাহ আত্মহত্যা করেছেন। কমরউদ্দিন চৌধুরী প্রতিবেদন প্রত্যাখ্যান করে রিভিশন আবেদন করেন।
- ২০০৩ সালে মামলা বিচার বিভাগীয় তদন্তে পাঠানো হয়। ২০১৪ সালের ৩ আগস্ট মহানগর হাকিম ইমদাদুল হক হত্যার অভিযোগ খারিজ করেন।
- সালমান শাহর বাবার মৃত্যুর পর মা নীলা চৌধুরী মামলা চালিয়ে যান। ২০১৫ সালে বিচার বিভাগীয় তদন্তে তিনি ১১ জনের নাম উল্লেখ করে অভিযোগ করেন।
- পরে র্যাব এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলার তদন্ত করেন। ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পিবিআই চূড়ান্ত প্রতিবেদনে হত্যার প্রমাণ পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণার কারণে সালমান শাহ আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন।
- ২০২১ সালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে আসামিদের অব্যাহতির আদেশ দেন। এরপর পরিবারের পক্ষ থেকে পুনঃরিভিশনের আবেদন করা হয়।
এবারের রায় ২০ অক্টোবর ঘোষণা করা হবে।
মন্তব্য করুন: