[email protected] রবিবার, ১২ অক্টোবর ২০২৫
২৬ আশ্বিন ১৪৩২

বাগদান সারলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫ ১১:৪৩ পিএম

সংগৃহীত ছবি

জনপ্রিয় সংগীতশিল্পী তানজীব সারোয়ার জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন।

সেনা কর্মকর্তা সাবা সানজিদা রহমানের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন এই তরুণ শিল্পী। ঢাকার ক্যান্টনমেন্টে ঘনিষ্ঠ আত্মীয়-পরিজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই আংটি বদল অনুষ্ঠান।

শনিবার (১১ অক্টোবর) তানজীব সারোয়ার গণমাধ্যমকে জানান,

“হ্যাঁ, আমাদের এনগেজমেন্ট হয়েছে শুক্রবার। ঢাকার ক্যান্টনমেন্টের সিএসডি এলাকায় আংটি বদলের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানটি একেবারে পারিবারিকভাবে, সীমিত পরিসরে সম্পন্ন হয়েছে।”

বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে তানজীব বলেন,

“সবাইকে বলার সুযোগ হয়নি। বিয়ের সময় আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাবো। এখনো বিয়ের তারিখ চূড়ান্ত হয়নি, কারণ সাবার অনুমোদন এখনো পাওয়া যায়নি।”

কনে সম্পর্কে তিনি জানান,

“আমাদের সম্পর্কটা একটু ইন্টারেস্টিং— ও আর্মি অফিসার, আমি গায়ক। পৃথিবীর ইতিহাসে এমন উদাহরণ খুবই বিরল। আমি অন্তত জানি না কোনো দেশে গায়ক আর আর্মি অফিসারের বিয়ে হয়েছে কি না!”

তিনি আরও যোগ করেন,

“সাবা আর্মির লং কোর্স করেছে, বর্তমানে লেফটেন্যান্ট হিসেবে কর্মরত। ওদের বাসা ঢাকার ওয়ারীতে।”

অ্যারেঞ্জ ম্যারেজের আগে সাবার সঙ্গে পরিচয় ছিল বলেও জানান তানজীব সারোয়ার।

“আমাদের মধ্যে আগে থেকেই কথা হতো। একসময় জানলাম, সে এমআইএসটিতে পড়ে। পরে জিজ্ঞেস করতেই জানাল, সে আর্মিতে আছে— শুনে বেশ অবাক হয়েছিলাম। এখন মনে হচ্ছে, জীবনটা নতুন মোড় নিচ্ছে,” বলেন তিনি হাসিমুখে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর