নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন।
বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন
বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তার ছেলে ও নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়। কানাডা থেকে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি দেশবাসীর কাছে বাবার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
জয় জানান, এ বছরের শুরুতে নানা শারীরিক জটিলতায় ভুগতে শুরু করেন ইলিয়াস কাঞ্চন। ৯ এপ্রিল ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসকের কাছে নেওয়া হলে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় তার ব্রেনে টিউমার হয়েছে। টিউমারটি গুরুত্বপূর্ণ স্নায়ুর গভীরে থাকায় স্থানীয় চিকিৎসকরা অস্ত্রোপচারকে ঝুঁকিপূর্ণ বলে মত দেন।
পরে পরিবার সিদ্ধান্ত নেয় বিদেশে চিকিৎসা করানোর। সে অনুযায়ী ২৬ এপ্রিল তিনি লন্ডনে যান এবং হারলি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসা শুরু করেন।
দীর্ঘ তিন মাসের পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন হয়।
এসআর
মন্তব্য করুন: