[email protected] শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
১১ আশ্বিন ১৪৩২

বাবা হওয়ার ইচ্ছা ৫৯ বছরের সালমান খানের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ২:৫৭ পিএম

সংগৃহীত ছবি

আর কয়েক মাস পরেই ৬০ বছরে পা দিতে যাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান।

আর কয়েক মাস পরেই ৬০ বছরে পা দিতে যাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান

এখনও বিয়ে না করলেও এবার বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। বয়স তার কাছে কোনো বাধা নয় বলেই জানিয়েছেন অভিনেতা।

সম্প্রতি টুইঙ্কেল খান্না ও কাজলের এক অনুষ্ঠানে অতিথি হয়ে এসে সালমান বলেন, একদিন আমার অনেকগুলো সন্তান হবে, খুব শিগগিরই সেটা হবে।

সালমান জানান, অনিশ্চিত জীবনযাপনের কারণে কোনো নারীর সঙ্গে সম্পর্ক গড়তে চান না তিনি। তবে বোন ও ভাইদের সন্তানদের প্রতি যে স্নেহ দেখান, সেটিই তাকে বাবা হওয়ার স্বপ্ন দেখায়।

সালমানের এমন ইচ্ছা শুনে টুইঙ্কেল খান্না রসিকতা করে বলেন, “তোমার নিশ্চয়ই এক ডজন সন্তান আছেও হয়তো?” জবাবে সালমান হেসে বলেন, “থাকলে তুমি অবশ্যই জানতে।”

আরও মজার ছলে টুইঙ্কেল প্রশ্ন করেন, ৬০ বছর বয়সে সন্তানের দায়িত্ব নেবে কে? উত্তরে সালমান বলেন, “আমার এত বড় পরিবার আছে, সবাই মিলে সন্তান মানুষ করবে। চিন্তার কিছু নেই। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর