[email protected] মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
৭ আশ্বিন ১৪৩২

বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ হানিয়া আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১০:১৪ পিএম

সংগৃহীত ছবি

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ঢাকায় প্রথমবারের মতো সফর করেছেন।

আন্তর্জাতিক ব্র্যান্ড সানসিল্কের আমন্ত্রণে ১৮ সেপ্টেম্বর রাতে ঢাকায় এসে তিনি কয়েকদিন অবস্থান করেন এবং ২১ সেপ্টেম্বর মধ্যরাতে দেশে ফিরে যান।

সফরের মূল উদ্দেশ্য ছিল সানসিল্কের একটি বিশেষ অনুষ্ঠান ও এক্সক্লুসিভ ফটোশুটে অংশগ্রহণ। ২০ সেপ্টেম্বর শনিবার রাজধানীর শেরাটন হোটেল-এ অনুষ্ঠিত অনুষ্ঠানে সাধারণ দর্শকরাও হানিয়ার সঙ্গে সরাসরি দেখা ও আলাপের সুযোগ পান।

সফর সংক্ষিপ্ত হলেও হানিয়া আমির জানিয়েছেন, তিনি ঢাকার উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন। ঢাকায় আসার প্রথম দিনেই সামাজিক মাধ্যমে তিনি বাংলায় ভক্তদের উদ্দেশে লিখেন,

“আসসালামুয়ালাইকুম, বাংলাদেশ কেমন আছ?”
সাথে পোস্ট করেছেন বাংলাদেশ ও পাকিস্তানের পতাকার ইমোজি। মুহূর্তেই নেটিজেনরা তাকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন।

সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে হানিয়ার ঢাকায় কাটানো কিছু মুহূর্ত। সফরের সময় তিনি পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিল পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান, এবং তারা মাটির কাপে দুধ চা, ফুচকা ও ঝালমুড়ি উপভোগ করেন। রাফসান তার ইনস্টাগ্রামে সেই সময়ের ছবি ও ভিডিও শেয়ার করেন, যেখানে হানিয়ার হাসিমুখে মজা করতে দেখা যায়।

উল্লেখ্য, হানিয়া আমির ১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন। ২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়। এক দশকের ক্যারিয়ারে তিনি ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন।
বলিউডে তার অভিষেক ঘটে ‘সরদারজি ৩’ সিনেমার মাধ্যমে। রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়—সব ধরনের ভূমিকাতেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন হানিয়া।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর